For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুখ্যমন্ত্রীর হয়ে ক্ষমা চাইতে রাজি সব্যসাচী! NRS জট কাটাতে ময়দানে বিধাননগরের মেয়র

  • |
Google Oneindia Bengali News

এনআরএস এর জুনিয়র চিকিৎসকদের হাত ধরে তৈরি হওয়া আন্দোলন ক্রমেই বড় আকার নিতে শুরু করে দিয়েছে। এরমধ্যে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছে সমস্ত মহল। মূলত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য অচলাবস্থা কাটানোর জন্য বৃহস্পতিবার দুপুর ২ টো পর্যন্ত ডেডলাইন দেন চিকিৎসকদের, কাজে যোগ না দিলে হস্টেল খালি করার নির্দেশও দেন। মুখ্যমন্ত্রীর একাধিক বক্তব্যে ফুঁসে ওঠে গোটা চিকিৎসকমহল। দাবি জানানো হয় অবিলম্বে মুখ্যমন্ত্রী 'নিঃশর্ত ক্ষমা' চান চিকিৎসকদের কাছে।

মুখ্যমন্ত্রীর হয়ে ক্ষমা চাইতে রাজি সব্যসাচী! NRS জট কাটাতে ময়দানে বিধাননগরের মেয়র

এদিকে, মুখ্যমন্ত্রী নিজের অবস্থানে অনড়। ঘটনার ৫ দিন কেটে যাওয়ার পরও তিনি এখনও পর্যন্ত এনআরএস হাসপাতালের মাটিতে পা রাখেননি। এই পরিস্থিতিতে বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তের দাবি, অচলাবস্থা কাটাতে হলে তিনি নিজে মুখ্যমন্ত্রীর হয়ে চিকিৎসকদের কাছে ক্ষমা চাইবেন। তিনি বলেন, 'রাগ করে লাভ নেই, যত দ্রুত সম্ভব আলোচনায় বসে সমস্যা মেটানোটা জরুরি। কেউ ছোট বা বড় নয় এখানে। আমি ক্ষমা চাইলে যদি কাজ হয়, তাহলে আমি ক্ষমা চাইতে রাজি আছি। '

প্রসঙ্গত, সব্যসাচী দত্তের সঙ্গে তৃণমূলের অন্দরে লোকসভা ভোটের আগে থেকেই কোন্দল তুঙ্গে রয়েছে। ভোটের পরেও দল সম্পর্কে ও সুজিত বসু সম্পর্কে একাধিক কটাক্ষ উঠে আসে সব্যসাচী দত্তের কণ্ঠে। এরপর এনআরএস নিয়ে মন্তব্য করতে গিয়ে বিধানসনগরের মেয়র চিকিৎসকদের উদ্দেশে বলেন, ' আপনারা যাঁর উপরেই রাগ করপে আন্দোলন করুন না কেন, মনে রাখবেন, যাঁরা অসুস্থ রোগী , তাঁরা কিন্তু কোনও দোষ করেননি। তাই আলোচনা করে এর সুস্থ সমাধান বের করার চেষ্টা করছি। '

English summary
TMC leader and Bidhannagar Mayor Sabyadachi Dutta reaction on NRS issue.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X