এখনও গায়ে হার্মাদদের গন্ধ! হামলায় নেতার মৃত্যুতে যুব তৃণমূলের উদ্দেশে ফুঁসে উঠলেন বাসন্তীর নেতা
গায়ে এখনও সিপিএম হার্মাদদের গন্ধ। এলাকার তৃণমূল নেতা আমির আলি সর্দারের মৃত্যুতে এমনটাই প্রতিক্রিয়া এলাকার তৃণমূল নেতা-কর্মীদের। তাঁদের অভিযোগের তীর এলাকার তৃণমূল বিধায়ক সওকত মোল্লার দলবলের দিকে। যদিও সওকত মোল্লা এই অভিযোগ অস্বীকার করেছেন।

বাসন্তীতে গুলিতে খুন তৃণমূল নেতা
প্রতিবেশীদের অভিযোগ ভোরে বাড়ি থেকে বেরিয়ে নমাজ পড়তে মসজিদের দিকে যাচ্ছিলেন। সেই সময় আমির আলি সর্দারের ওপর হামলা হয়। বোমা ছোড়া হয়। দুষ্কৃতীদের গুলিতে সেখানেই লুটিয়ে পড়েন তিনি।

স্থানীয় তৃণমূল নেতার অভিযোগ
স্থানীয় তৃণমূল নেতা মন্টু গাজির অভিযোগ, যারা হামলা চালিয়েছে তাদের গায়ে এখনও সিপিএম-এর গন্ধ, হার্মাদ বাহিনী। হামলার পিছনে সওকত মোল্লাই দায়ী বলেও অভিযোগ করেছেন তিনি।

পরিবারের অভিযোগ
মৃতের মেয়ের অভিযোগ এলাকার যুব তৃণমূল নেতৃত্বের দিকে। বাড়ির খুব কাছেই হামলা হয় বলে জানিয়েছেন তিনি। হামলাকারীরা সবাই যুব তৃণমূলের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছেন তিনি।

স্থানীয়দের অভিযোগ
ফের রক্ত দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর মাটিতে। স্থানীয়দের অভিযোগ এবারও সেই তৃণমূল বনাম যুব তৃণমূলের সংঘর্ষ। যা কিনা গত কয়েক বছর ধরে চলছে সেখানে। স্থানীয়দের দাবি এইভাবেই ২০ থেকে ২২ জনের মৃত্যু হয়েছে।

তৃণমূলের দাবি গ্রাম্য বিবাদ
যদিও জেলা তৃণমূলের তরফে দাবি করা হয়েছে গ্রাম্য বিবাদের জেরেই এই ঘটনা।

প্রশাসন সূত্রে খবর
প্রশাসন সূত্রে খবর, এলাকা দখলকে ঘিরেই এই ঘটনা। ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এলাকা থেকে বহু তাজা বোমা উদ্ধার করা হয়েছে।

তৃণমূলের পদ ছেড়ে বড়সড় চমক দিলেন মমতার অনুগত! উত্তরসূরি চয়নে অভিনবত্ব