For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘর পিছু কাটমানি ফেরতের দাবি! তৃণমূলের একাংশ মারামারিতে জড়াল অপর অংশের বিরুদ্ধে

কাটমানি ফেরতের দাবিতে তৃণমূলের একাংশের বিক্ষোভ অপর অংশের বিরুদ্ধে। সূত্রের খবর অনুযায়ী, ঘটনাটি পশ্চিম বর্ধমানের বুদবুদের দেবশালা গ্রামে। আহত দুজনকেভর্তি করানো হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে।

  • |
Google Oneindia Bengali News

কাটমানি ফেরতের দাবিতে তৃণমূলের একাংশের বিক্ষোভ অপর অংশের বিরুদ্ধে। সূত্রের খবর অনুযায়ী, ঘটনাটি পশ্চিম বর্ধমানের বুদবুদের দেবশালা গ্রামে। আহত দুজনকে
ভর্তি করানো হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী।

ঘর পিছু কাটমানি ফেরতের দাবি! তৃণমূলের একাংশ মারামারিতে জড়াল অপর অংশের বিরুদ্ধে

ঘর পিছু ৬ হাজার টাকা করে কাটমানি ফেরতের দাবি। সূত্রের খবর অনুযায়ী, বুদবুদের দেশপালা গ্রামে স্থানীয় তৃণমূল সমর্থকদের একাংশ সরাসরি এলাকার তৃণমূল পার্টি অফিসে গিয়ে কাটমানি ফেরতের দাবি জানায়। সেখানে থাকা কাদের মোল্লার মতো তৃণমূল নেতা -কর্মীরা দুজনকে ধরে ব্যাপক মারধর করে। খবর গ্রামে ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ তৃণমূলের
পার্টি অফিস ঘেরাও করেন। তৃণমূল পার্টি অফিসে ইট বৃষ্টি করা হয় বলে অভিযোগ।আটকা পড়ে যান দেবশালা গ্রামের পঞ্চায়েত প্রধান শ্যামল বক্সি-সহ আরও কয়েকজন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রাম প্রধান শ্যামল বক্সি-সহ কয়েকজনের বিরুদ্ধে ইন্দিরা আবাস যোজনায় ঘর পিছু পাঁচ থেকে ছয় হাজার টাকা কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে। তা নিয়েই গ্রামবাসীদের প্রতিবাদ ছিল। গ্রাম প্রধান শ্যামল বক্সি জানিয়েছেন, তিনি বিষয়টি নিয়ে ১৩ জুলাই নাগাদ কথা বলবেন।

[আরও পড়ুন: ২১ লক্ষ টাকা কাটমানি ফেরতের লিখিত প্রতিশ্রুতি তৃণমূল নেতার, দায় চাপালেন দলনেত্রীর ঘাড়ে ][আরও পড়ুন: ২১ লক্ষ টাকা কাটমানি ফেরতের লিখিত প্রতিশ্রুতি তৃণমূল নেতার, দায় চাপালেন দলনেত্রীর ঘাড়ে ]

স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, মুখ্যমন্ত্রীর কথাতেই কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল পার্টি অফিসে গিয়েছেন সাধারণ মানুষ। তারা এইসব মানুষের সঙ্গে রয়েছেন বলে জানিয়েছেন।

[আরও পড়ুন: কাটমানি নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ বিজেপি নেত্রী ভারতী ঘোষের][আরও পড়ুন: কাটমানি নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ বিজেপি নেত্রী ভারতী ঘোষের]

English summary
TMC leader allegedly attacked villagers who wants back cut money in Budbud in West Barbhaman.Two of the injured person admitted in the hospital.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X