For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘরের ছেলে যেন, পোলবায় বজ্রপাতে মৃতদের বাড়িতে গিয়ে মিশে গেলেন অভিষেক

ঘরের ছেলে যেন, পোলবায় বজ্রপাতে মৃতদের বাড়িতে গিয়ে মিশে গেলেন অভিষেক

Google Oneindia Bengali News

মমতার পথ অনুসরণ করেই রাজনীতির ময়দানে নিজের জায়গা পোক্ত করতে চাইছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের পর বৃহস্পতিবার হুগলির পোলবায় বজ্রাঘাতে মৃতদের বাড়িতে যান অভিষেক। সেখানে গিয়ে ঘরের ছেলের মতই তাঁদের সঙ্গে মিশে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারে আম বাঙালির ঘরের ছেলে হয়ে উঠতে চেয়েছেন তিনি। মুর্শিদাবাদে দেখা গিয়েছিল অভিষেকের সেই রূপ।

পোলবায় অভিষেক

পোলবায় অভিষেক

মুর্শিদাবাদের পর এবার হুগলির পোলবায় বজ্রাঘাতে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রথম কোনও রাজনৈতিক নেতা বজ্রাঘাতে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে এলেন। অভিষেকের এই সফরের মধ্যে লুকিয়ে রয়েছে তাঁর সূক্ষ্ম রাজনৈতিক রণকৌশল এমনই মনে করছে
মুর্শিদাবাদে অভিষেকের সফরেও তাই তাঁকে ঘরের েছলের রূপেই দেখা গিয়েছে।

ঘরের ছেলে অভিষেক

ঘরের ছেলে অভিষেক

মুর্শিদাবাদে বজ্রাঘাতে মৃতদের পরিবারের সঙ্গে গতকালও ঘরের ছেলের ভূমিকায় দেখা গয়েছে অভিষেককে। মুর্শিদাবাদের রঘুনাথ গঞ্জে মৃতের পরিবারের বাড়িতে গিয়ে জড়িয়ে ধরেছিলেন ছোট শিশুকে। অভিষেকের এই আচরণই বলে দিচ্ছে ঘরের ছেলের ভাবমূর্তি তুেল ধরতে চাইছেন অভিষেক। একুশের ভোটের আগে থেকেই বিরোধীদের নিশানায় এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের মতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিরোধীদের এই আক্রমণাত্মক প্রচার তাঁর গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

মমতার পথে অভিষেক

মমতার পথে অভিষেক

মমতা বন্দ্যোপাধ্যায়কে স্ট্রিট ফাইটার বলেই জানে রাজনৈতিক মহল। রাজ্যের প্রশাসনিক প্রধান থেকে তৃঁমূল কংগ্রেস নেত্রী যে ভূমিকাতেই তিনি থাকুন না কেন সব সময় তাঁেক মাুষের পাশে থাকতেই দেখা দিয়েছে। যেকোনও বিপর্যয়ে থেকে আন্দোলন সর্বত্র পথে নেমে মানুষের পাশে থেকে কাজ করেছেন মমতা। নিজে বাংলার ঘরের মেয়ে হয়েই কাজ করতে চেয়েছেন। একুশের ভোটেও তৃণমূলের প্রচারের মূল মন্ত্র ছিল বাংলা ঘরের মেয়েকেই চায়। তৃণমূল কংগ্রেস নেত্রীর সেই পথেই এবার হাঁটতে শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নয়া রণকৌশল অভিষেকের

নয়া রণকৌশল অভিষেকের

একুশের ভোটে তৃণমূল কংগ্রেসের সেনাপতির ভূমিকায় দেখা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তার পুরস্কার হিসেবে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের আসনে বসানো হয়েছে অভিষেককে। পদ প্রাপ্তির অত্যন্ত পরিমিত এবং কৌশলী পথে এগোচ্ছেন অভিষেক। বড়দের কাছ থেকে আশীর্বাদ নেওয়া থেকে শুরু করে। জনতার কাছে পৌঁছে যাওয়া। সবেতেই বাংলার ঘরের ছেলে হয়ে ওঠার রণকৌশল রয়েছে বলে মনে করা হচ্ছে।

তৃণমূলে ফেরা কি প্রায় নিশ্চিত মুকুল রায়ের? মমতা ঘনিষ্ঠ তৃণমূল সাংসদের মন্তব্যে তীব্র জল্পনাতৃণমূলে ফেরা কি প্রায় নিশ্চিত মুকুল রায়ের? মমতা ঘনিষ্ঠ তৃণমূল সাংসদের মন্তব্যে তীব্র জল্পনা

English summary
TMC leader Abhishek Banerjee visit Polba ligtning death familys
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X