For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্যাঙ্ককে যেতে চেয়ে মামলা প্রত্যাহার মেনকার, পরে আবেদন করবেন জানালেন অভিষেকের শ্যালিকা

ব্যাঙ্ককে যেতে চেয়ে মামলা প্রত্যাহার মেনকার, পরে আবেদন করবেন জানালেন অভিষেকের শ্যালিকা

Google Oneindia Bengali News

মামলা প্রত্যাহার করলেন অভিষেকে শ্যালিকা মেনকা গম্ভীর। মায়ের অসুস্থতার কথা জানিয়ে ব্যাঙ্ককে যাওয়ার অনুমতি চেয়ে আদালতে আবেদন করেছিলেন মেনকা গম্ভীর। সেই মামলা তিনি ফিরেয় নিলেন। মেনকা জানিয়েছেন পরে এই নিয়ে আদালতে আবেদন করবেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য এর আগে ব্যাঙ্ককে যাওয়ার পথে তাঁর পথ আটকে ছিল ইডি। বিমান বন্দর থেকে ফিরিয়ে আনা হয়েছিল মেনকা গম্ভীরকে।

ব্যাঙ্ককে যেতে চেয়ে মামলা প্রত্যাহার মেনকার, পরে আবেদন করবেন জানালেন অভিষেকের শ্যালিকা

কয়লা পাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি ইডির স্ক্যানারে ছিলেন অভিষেক পত্নী রুজিরা এবং তাঁর শ্যালিকা মেনকা। একাধিকবার সিবিআই রুজিরাকে জেরা করেছে। এমনকী ইডিও জেরা করেছে। অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরকেও ইডি এবং সিবিআই একাধিকবার জেরা করেছে। কয়েকদিন আগেই ইডি তৎপরতার মাঝে ব্যাঙ্ককে যাওয়ার েচষ্টা করেছিলেন মেনকা গম্ভীর। খবর পেয়েই দমদম বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন ইডির অফিসাররা। তদন্ত চলাকালীন তিনি দেশ ছাড়তে পারবেন না বলে জানায় ইডি।

তারপরেই তাঁকে তলব করেছিল ইডি। মধ্যরাতে হাজিরা দিতে বলা হয় তাঁকে। মধ্যরাতেই ইডির দফতরে হাজিরা দিতে গিয়েছিলেন তিনি। পরে ইডির তরফে জানানো হয় এএম এবং পিএমে সময় লিখতে ভুল হওয়ার কারণেই এই ঘটনা। তারপরেই ব্যাঙ্ককে যেতে চেয়ে আদলতের দ্বারস্থ হন মেনকা। হাইকোর্টে তিনি আর্জি জানিয়েছিলেন ব্যাঙ্ককে তাঁর মা রয়েছেন। তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে দেখতে যেতে চান তিনি। সেকারণে আদালতের কাছে অনুমতি চেয়ে আবেদন করেছিলেন মেনকা। আদালত তাঁকে মামলা করার অনুমতিও দিয়েছিল। মঙ্গলবার সেই মামলা প্রত্যাহার করে নেন মেনকা। বিচারপতি রাজশেখর মান্থার কাছে আবেদন করেছিলেন মেনকা। তাঁকে মামলা প্রত্যাহারের অনুমতিও দিয়েছেন বিচারপতি।

English summary
Menoka Gambhir withdraw his case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X