For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুলকে অনুসরণ অভিষেকের! লাদাখে চিনের সঙ্গে সংঘাত নিয়ে অমিত শাহকে আক্রমণ তৃণমূল নেতার

Google Oneindia Bengali News

ভারতের সীমান্তের পরিস্থিতি ঠিক কী, তা সবাই জানে বলে মত প্রকাশ করে অমিত শাহকে আক্রমণ করেছিলেন রাহুল গান্ধী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতের সীমান্ত রক্ষা নিয়ে মন্তব্য করেছিলেন এক ভার্চুয়াল জনসভায়। মন্তব্যের পরই কটাক্ষ করে টুইট করেন রাহুল৷ গতকাল করা অমিত শাহের মন্তব্যের পর রাহুল গান্ধি বলেন, 'মন ভালো রাখতে ভালো চিন্তাধারা দরকার৷'

রাজনাথ সিংকে রাহুলে তোপ

রাজনাথ সিংকে রাহুলে তোপ

এরপর এদিন রাহুল রাজনাথ সিংয়ের উদ্দেশে টুইট করে লিখেছিলেন, 'চিন ভারতীয় ভূখণ্ড দখল করেছে কি করেনি?' এই একই প্রশ্ন এবার অমিত শাহর উদ্দেশে ছুঁড়ে দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন পশ্চিমবঙ্গে অমিত শাহর ভার্চুয়াল সভার আগে এভাবেই তাঁকে আক্রমণ করলেন অভিষেক।

রাহুলকে অনুকরণ করে অমিতকে আক্রমণ অভিষেকের

রাহুলকে অনুকরণ করে অমিতকে আক্রমণ অভিষেকের

এদিন অমিত শাহর সভা শুরু আগেই অভিষেক তাঁর উদ্দেশে টুইট করে লেখেন, 'ভারতীয় ভূখণ্ড কি চিনা সেনা দখল করেছে?' এর আগে অমিত শাহর মন্তব্যের পর কটাক্ষ করে টুইট করেন রাহুল৷ গতকাল করা অমিত শাহের মন্তব্যের পর রাহুল গান্ধি বলেন, 'মন ভালো রাখতে ভালো চিন্তাধারা দরকার৷'

অমিত শাহ ভার্চুয়াল জনসভায় যা বলেছিলেন

অমিত শাহ ভার্চুয়াল জনসভায় যা বলেছিলেন

এর আগে অমিত শাহ ভার্চুয়াল জনসভায় বলেছিলেন, 'ভারতের প্রতিরক্ষা নীতির বিশ্বব্যাপী স্বীকৃতি মিলেছে৷ গোটা বিশ্ব মেনে নিয়েছে যে, আমেরিকা ও ইজরায়েলের পর যদি কোনও দেশ থেকে থাকে, যারা নিজেদের সীমান্তকে রক্ষা করতে পারে, তাহলে সেটা ভারত৷'

প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে অমিতের বক্তব্য

প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে অমিতের বক্তব্য

অমিত শাহ আরও বলেন, 'একটা সময় ছিল যখন যে কেউ আমাদের সীমান্ত দিয়ে প্রবেশ করত৷ আমাদের জওয়ানদের গলা কেটে দিত ৷ আমাদের সময়ে উরি, পুলওয়ামার ঘটনা ঘটেছে৷ এটা মোদী ও বিজেপি সরকার, আমরা করেছি৷' পাশাপাশি তাঁর ভাষণে উঠে আসে সিএএ-র বিষয়ও৷ তিনি বলেন, সিএএ নাগরিকত্ব দেয়৷ দেশের রিফিউজিদের সম্মান জানানোর জন্যই এই সিএএ৷

<strong>ভারতীয় ভূখণ্ড দখল করেছে চিন? রাজনাথ সিংকে প্রশ্ন রাহুল গান্ধীর, লাদাখ নিয়ে ক্রমেই বাড়ছে জল্পনা</strong>ভারতীয় ভূখণ্ড দখল করেছে চিন? রাজনাথ সিংকে প্রশ্ন রাহুল গান্ধীর, লাদাখ নিয়ে ক্রমেই বাড়ছে জল্পনা

English summary
tmc leader abhishek banerjee attacked amit shah asking him about china invading in ladhakh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X