For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অধীরের জেলায় তৃণমূল কংগ্রেসে ঘোর দ্বন্দ্ব! পুরভোটের আগে নাটকের ক্লাইম্যাক্সে আসরে শুভেন্দু

পুরসভা ভোটের আগে অধীর চৌধুরীর জেলায় ঘোর অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে তৃণমূলের। দুই শিবিরের লড়াই এতটাই তীব্র যে দ্বন্দ্ব মেটাতে নেতাদের কলকাতায় তলব করেছেন জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী।

  • |
Google Oneindia Bengali News

পুরসভা ভোটের আগে অধীর চৌধুরীর জেলায় ঘোর অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসে। দুই শিবিরের লড়াই এতটাই তীব্র যে দ্বন্দ্ব মেটাতে নেতাদের কলকাতায় তলব করেছেন জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। পুরসভা ভোটের আগে এই দ্বন্দ্ব জেলা তৃণমূলের কাছে অশনি সংকেত বলে মনে করছে রাজনৈতিক মহল।

আনারুল বনাম আমিরুল

আনারুল বনাম আমিরুল

একদিকে জেলা পরিষদ কর্মাধ্যক্ষ আনারুল হক, অন্যদিকে বিধায়ক আমিরুল ইসলাম। মুর্শিদাবাদের সামসেরগঞ্জে এই লড়াই এখন তৃণমূলের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। এই অবস্থায় পুরপ্রধানকে সুব্রত সাহাকে তলব করে একটা উপায় বের করতে চাইছেন শুভেন্দু অধিকারী। কিন্তু অন্তর্দ্বন্দ্ব তো আর চাপা থাকছে না।

তৃণমূলের ভাবমূর্তি ধুলোয় মিশছে

তৃণমূলের ভাবমূর্তি ধুলোয় মিশছে

প্রকাশ্যেই মিছিল করে তৃণমূলের পঞ্চায়েত প্রধান, সদস্য, কাউন্সিলর, দলীয় পদাধিকারীরা পদত্যাগ দাবি করছেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষের। তাঁদের দাবি, অযথা তৃণমূলের ভাবমূর্তি ধুলোয় মিশছে। ধুলিয়ানের পুরপ্রধান সুবল সাহা তা বিস্তারিত জানান মুর্শিদাবাদ তৃণমূলের জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারীকে।

কার কত শক্তি মুর্শিদাবাদে

কার কত শক্তি মুর্শিদাবাদে

এদিকে আনারুলও জানান, সব কিছু জানিয়েছিল শুভেন্দু অধিকারীকে। আমিরুল আবার শুভেন্দুর পাশাপাশি নালিশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মুর্শিদাবাদের সামসেরগঞ্জে তৃণমূলের বড় অংশ রয়েছে আমিরুলের সঙ্গে। আনারুলের সঙ্গে গোটা কয়েক পঞ্চায়েত আর ধুলিয়ান পুরসভার কতিপয় কাউন্সিলর রয়েছেন।

বিশাল জনসভায় শক্তিপ্রদর্শন

বিশাল জনসভায় শক্তিপ্রদর্শন

এই অবস্থায় বিশাল জনসভা করে ক্ষমতা দেখিয়েছেন বিধায়ক আমিরুল। সিংহভাগ সদস্যই যে তাঁর সঙ্গে তা দেখাতে তিনি ১২৮ জন গ্রাম পঞ্চায়েত সদস্য, ২৪ জন পঞ্চায়েত সমিতির সদস্য, ১০ জন কাউন্সিলর, ৯ জন দলীয় পদাধিকারীকে নিয়ে সম্মিলীত আওয়াজ তুলেছেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষের পদত্যাগের দাবিতে।

English summary
TMC is in trouble with group clash in Murshidabad before municipal election. Subhendu Adhikari takes step to stop this.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X