For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি ছেড়ে ২ সদস্য ভিড়েছেন তৃণমূলে, তবু পঞ্চয়েত সমিতি বোর্ড গড়তে হুইপজারি

বিজেপি ছেড়ে ২ সদস্য ভিড়েছেন তৃণমূলে, তবু পঞ্চয়েত সমিতি বোর্ড গড়তে হুইপজারি

  • |
Google Oneindia Bengali News

বিজেপির পঞ্চায়েত সদস্যরা দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন ইতিমধ্যেই। তৃণমূলে যোগদানকারীর তালিকায় রয়েছেন দুই পঞ্চায়েত সমিতির সদস্যও। তাতেই অঙ্কের বিচারে তৃণমূল সংখ্যাগরিষ্ঠ হয়েছে। অমনি পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের তোড়জোড় শুরু হয়েছে। কিন্তু বৈঠকে চারজনের অনুপস্থিতিই তাল কেটে দিল যাবতীয় উদ্দীপনার।

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের পর

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের পর

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের পর পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন নিয়ে বিতর্কের অবসান হবে বলে মনে করলেও, আদতে তা হয়নি। তৃণমূল বোর্ড গঠনের তোড়জোড় শুরু করলেও চার জন অনুপস্থিত থাকে সেই বৈঠকে। ফলে জল্পনা শুরু হয়ে যায় তাঁদের নিয়ে।

দুই পঞ্চায়েত সমিতি সদস্য তৃণমূলে, তবু...

দুই পঞ্চায়েত সমিতি সদস্য তৃণমূলে, তবু...

পঞ্চায়েত ভোটের পর বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেলেও ২৫ আসনবিশিষ্ট পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করতে পারেনি। আদালতে এতদিন থমকে ছিল বিষয়টি। আদালত বোর্ড গঠনের নির্দেশ দেওয়ার পর দুই পঞ্চায়েত সমিতি সদস্য তৃণমূলে যোগ দেন। তারপরও জট খুলল না।

তৃণমূল পেয়েছিল ১২টি আসন, বিজেপি ১৩

তৃণমূল পেয়েছিল ১২টি আসন, বিজেপি ১৩

পঞ্চায়েত ভোটে ২৫ আসনের কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতিতে বিজেপি পেয়েছিল ১৩ আসন। আর তৃণমূল পেয়েছিল ১২টি আসন। ১৩টি আসন নিয়ে বিজেপি সংখ্যাগরিষ্ঠ দল হলেও, তাঁদের বোর্ড গঠন করা হয়ে ওঠেনি। তৃণমূল জানায়, তাঁদের সঙ্গেই সংখ্যা রয়েছে।

বিজেপি কমে ১১, তৃণমূল বেড়ে ১৪

বিজেপি কমে ১১, তৃণমূল বেড়ে ১৪

এরপর দুই বিজেপি সদস্যের তৃণমূলে যোগদানের ফলে বিজেপি কমে দাঁড়ায় ১১-তে। আর তৃণমূল বেড়ে হয় ১৪। ফলে তৃণমূল এবার বোর্ড গঠনের তোড়জোড় শুরু করে। চারজনের অনুপস্থিতির পর তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি বলেন, তৃণমূলই সংখ্যাগরিষ্ঠ, তৃণমূলই বোর্ড গঠন করবে। ১৪ জনকেই উপস্থিত থাকতে বলা হয়েছে পরবর্তী বৈঠকে।

কীভাবে দুর্গাপুজো হবে বাংলায়, প্যান্ডেলে 'নিউ নর্মালে’র পরামর্শ মুখ্যমন্ত্রী মমতার কীভাবে দুর্গাপুজো হবে বাংলায়, প্যান্ডেলে 'নিউ নর্মালে’র পরামর্শ মুখ্যমন্ত্রী মমতার

English summary
TMC is in trouble to build board of Panchayat Samiti despite of BJP’s two leaders joining
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X