For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রশান্ত কিশোরের ‘শুদ্ধিকরণে’ই কি অস্ত যাবে তৃণমূল! একুশের ভোটের আগে অশনি সংকেত

প্রশান্ত কিশোরের ‘শুদ্ধিকরণে’ই কি অস্ত যাবে তৃণমূল! একুশের ভোটের আগে অশনি সংকেত

Google Oneindia Bengali News

ভোট কৌশলী প্রশান্ত কিশোর তৃণমূলের শুদ্ধিকরণের বার্তা দিয়েছিলেন দায়িত্ব নিয়েই। তাঁর মস্তিষ্কপ্রসূত 'দিদিকে বলো' সাফল্যও এনে দিয়েছিল তৃণমূলকে। প্রশান্ত কিশোরও তৃণমূলে পসার বাড়িয়েছিলেন। এরপর আম্ফান দুর্নীতিতে মুখ খুলেই দলে স,মালোচনার মুখে পড়লেন প্রশান্ত কিশোর। সেইসঙ্গে তৃণমূলকেও ফেললেব বিপাকে।

প্রশান্তে ক্ষুব্ধ তৃণমূলের বৃহদাংশের নেতা-কর্মীরা

প্রশান্তে ক্ষুব্ধ তৃণমূলের বৃহদাংশের নেতা-কর্মীরা

আম্ফানের পর ত্রাণ বিতরণে বেশ কিছু তৃণমূল নেতার নাম সামনে আসায় প্রশান্ত কিশোর সমালোচনা করেছিলেন। দলের সমালোচনায় তিনি বলেছিলেন এভাবে চললে ২০২১-এ বুমেরাং হয়ে যাবে। তৃণমূলের পক্ষে ফের ক্ষমতায় আসা দুরাশা হয়ে যাবে। তাতেই ক্ষুব্ধ তৃণমূলের বৃহদাংশের নেতা-কর্মীরা।

দলের ভাবমূর্তি ফেরাতে গিয়ে ‘কেঁচে গণ্ডুষ’

দলের ভাবমূর্তি ফেরাতে গিয়ে ‘কেঁচে গণ্ডুষ’

প্রশান্ত কিশোর দলের ভাবমূর্তি ফেরাতে গিয়ে রোষানলে পড়েছেন তৃণমূল নেতাদের। দলের অন্দরেই প্রশান্ত-বিরোধী সুর উঠে গিয়েছে। প্রশান্তের ভূমিকায় খুশি নন দলের তাবড় অনেক নেতা-নেত্রীই। একুশের আগে তাই চাপ বাড়ছে তৃণমূলের। পরিস্থিতি এমন দিকে যাচ্ছে যে তৃণমূলের পক্ষে বুমেরাং হয়ে যেতে পারে ২০২১-এর পরিকল্পনা!

শুদ্ধিকরণের প্রশ্নে সমালোচনায় প্রশান্ত কিশোর

শুদ্ধিকরণের প্রশ্নে সমালোচনায় প্রশান্ত কিশোর

সম্প্রতি তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতার দুর্নীতি সামনে আসতেই প্রশান্ত কিশোর মুখ খুলেছিলেন। তিনি বলেছিলেন, এমনভাবে চললে ২০২১-এ কিছুতেই বাঁচানো যাবে না তৃণমূলকে। বুমেরাং হয়ে যাবে যাবতীয় পরিকল্পনা। তৃণমূলের প্রচার পরিকল্পনার রূপায়ণের দায়িত্বে যিনি, তাঁর মুখে এহেন কথা শোনার পরই তাঁর বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূলের একাংশ।

একুশের আগে অশনি সংকেত তৃণমূলে

একুশের আগে অশনি সংকেত তৃণমূলে

শিয়রে বিধানসভা ভোট। তার আগে যেভাবে দলের অন্দরে বিড়ম্বনা তৈরি হচ্ছে, তা সঙ্কটে ফেলে দেবে রাজ্যের শাসক দলকে। শাসক দলের অস্বস্তি বাড়তেই থাকবে। এতদিন বিরোধ থাকলেও, তা ছিল ভিতরে ভিতরে। কিন্তু ক্রমশই তা প্রকাশ্যে চলে আসছে। ফলে প্রশান্ত কিশোরেরও কাজ করা সমস্যা হয়ে যাবে। একুশের আগে চিন্তার বাতাবরণ তৃণমূলের অন্দরে।

দলের কর্মীরা বনাম প্রশান্ত কিশোর

দলের কর্মীরা বনাম প্রশান্ত কিশোর

রাজনৈতিক মহলের একটা বড় অংশ মনে করছে, যে কোনও দলের সম্পদ দলের কর্মীরাই। তাঁরাই যদি প্রশান্ত কিশোরকে নিয়ে প্রশ্ন তুলে দেন, তাহলে কিন্তু সমস্যা বাড়বে তৃণমূলের। শুধু প্রচার পরিকল্পনা বাধা পাবে তা নয়, তৃণমূলের সাফল্যের হারও কমে যাবে। দলের সুপ্রিমো এখন এই সমস্যা কীভাবে মেটান, সেটাই দেখার।

২০২১-এর আগে সংকট বাড়ছে তৃণমূলের

২০২১-এর আগে সংকট বাড়ছে তৃণমূলের

উল্লেখ্য, তৃণমূলের অন্দরেই দাবি উঠেছে, প্রশান্ত কিশোর তৃণমূলের হয়ে প্রচার পরিকল্পনা রূপায়ণের এবং ভোট কৌশলের দায়িত্বে রয়েছেন। তিনি টাকার বিনিময়ে কাজ করছেন। তাঁকে তো কাজ না করতে পারলে টাকা ফেরত দিতে হবে। এ জাতীয় কটাক্ষ এখন সহ্য করতে হচ্ছে প্রশান্ত কিশোরকে। এই অশান্তি তৃণমূলের পরিকল্পনাকে বিপাকে ফেলে দিচ্ছে ২০২১-এর আগে।

বিজেপির হাতছানি রুখে বুড়ো হাড়ে ভেল্কি গেহলটের! পদ্ম-কাঁটা উপড়ে হাসিল সহজ জয়বিজেপির হাতছানি রুখে বুড়ো হাড়ে ভেল্কি গেহলটের! পদ্ম-কাঁটা উপড়ে হাসিল সহজ জয়

English summary
TMC is in trouble for Prashant Kishor’s Purification-strategy before 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X