For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল কংগ্রেসে শ্যাম রাখি না কুল রাখি অবস্থা! একুশের আগে রদবদলের ঘেরাটোপে মমতা

তৃণমূলে শ্যাম রাখি না কুল রাখি অবস্থা! একুশের আগে রদবদলের ঘেরাটোপে মমতা

Google Oneindia Bengali News

২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে উপরতলায় রদবদল সেরে ফেলেছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন রদবদল শুরু হয়েছে নিচুতলায়। সেখানে ব্লকস্তরের সভাপতি নির্বাচনের করতে গিয়ে তৃণমূল দুটি ভাগ হয়ে গিয়েছে। একদল ভোট কৌশলী প্রশান্ত কিশোরের মতো স্বচ্ছ ভাবমূর্তির পক্ষে, অন্যদল সাংগঠনিক ক্ষমতাকেই প্রাধান্য দিচ্ছে।

তৃণমূলকে স্বচ্ছ ভাবমূর্তির আবরণে ঘিরতে সচেষ্ট পিকে

তৃণমূলকে স্বচ্ছ ভাবমূর্তির আবরণে ঘিরতে সচেষ্ট পিকে

২০১৯-এ বিজেপির কাছে ধাক্কা খেয়ে ২০২১-এ মোক্ষম জবাব দিতে ভোট কৌশলী প্রশান্ত কিশোরকে এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে দিয়ে হারানো জমি পুনরুদ্ধারে নেমেছিল তৃণমূল কংগ্রেস। অভিনব কর্মসূচি আর সমীক্ষায় মাধ্যমে দলকে স্বচ্ছ ভাবমূর্তির আবরণে ঘিরতে সচেষ্ট হন প্রশান্ত কিশোর। সেই পরিকল্পনায় এখন আঘাত নামতে চলেছে।

প্রশান্ত কিশোর স্বচ্ছ ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে চাইছেন

প্রশান্ত কিশোর স্বচ্ছ ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে চাইছেন

তৃণমূলে প্রশান্ত কিশোর স্বচ্ছ ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে চাইছেন। তাই তাঁর সমীক্ষায় উঠে আসা হেভিওয়েটদের নাম বাদ পড়েছে, যাঁদের ভাবমূর্তি জনমানসে এখন উজ্জ্বল নয়। তারপর দলের তরফে যে তালিকা এসেছে, তার সঙ্গেও বিস্তর ফারাক তৈরি হয়েছে। ফলে তৃণমূলের অন্দরে শুরু হয়েছে টানাপোড়েন।

রদবদল নিয়ে দু-ভাগ তৃণমূল কংগ্রেস

রদবদল নিয়ে দু-ভাগ তৃণমূল কংগ্রেস

দলের একটা অংশ ভাবছে, পিকের রিপোর্টকে মান্যতা দিয়ে যদি ওই তালিকা বদল করতে বলা হয়, তবে অনেক পুরনো সংগঠক বাদ যাবে। ২০২১-এর নির্বাচনের আগে তা বড় বেশি ঝুঁকি হয়ে যেতে পারে। তাই জেলার তালিকাকে অনুমোদন দেওয়াই বাঞ্ছনীয় বলে দাবি করেন তাঁরা। কিন্তু অপর অংশ আবার স্বচ্ছ ভাবমূর্তির পক্ষে।

স্বচ্ছতার পক্ষে বার্তা, চিঠি বিধায়কদের

স্বচ্ছতার পক্ষে বার্তা, চিঠি বিধায়কদের

আবার জেলা নেতৃত্বের পাঠানো তালিকা নিয়েও আপত্তি জানিয়ে অনেক চিঠি এসেছে রাজ্য দফতরে। দলের বিধায়করাই এই চিঠি পাঠিয়েছেন। ফলস্বরূপ দলে সংগঠনের নেতা ও জন প্রতিনিধিদের মধ্যে একটা বিরোধ তৈরি হয়ে যাচ্ছে। এই অবস্থায় শীর্ষ নেতৃত্ব কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

তৃণমূল কার পক্ষে রায় দেবে রদবদলে?

তৃণমূল কার পক্ষে রায় দেবে রদবদলে?

এই অবস্থায় তৃণমূল নেতৃত্বের তরফে ব্লকস্তরে রদবদলের যে প্রস্তাব দেওয়া হয়েছে, তার অনুমোদনে বাধা হয়ে দাঁড়িয়েছে পিকের রিপোর্ট। জেলার তালিকায় এমন অনেক নাম রয়েছে, যাঁদের ভাবমূর্তি নিয়ে সংশয়ের কথা দলকে জানিয়ে রেখেছেন প্রশান্ত কিশোর। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল কি পিকের সেই বার্তা উপেক্ষা করে অনুমোদন দেবে?

রদবদল নিয়ে স্পষ্ট বার্তা পার্থর

রদবদল নিয়ে স্পষ্ট বার্তা পার্থর

তৃণমূলের মহাসচিব বলেন, যে সব জায়গায় সভাপতির ভাবমূর্তি ও সক্রিয়তা নিয়ে সমস্যা রয়েছে, সেই সব জায়গায় বদল ঘটানো আবশ্যক। দল সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলে প্রয়োজনমমতো সিদ্ধা্ন্ত নেবে বলে জানিয়েছেন তিনি। এখন দেখার মমত বন্দ্যোপাধ্যায় উপরতলায় যেভাবে মসৃণভাবে রদবদল করেছেন, নিচুতলাতেও তেমন মসৃণভাবে রদবদল হয় কি না।

প্রশান্ত কিশোরই এখন 'বাধা’ মমতার কাছে! সমীক্ষায় কঠিন তৃণমূলের জাল বিছনো

English summary
TMC is in great trouble to reshuffle due to Prashant Kishor’s report before 2021 assembly election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X