For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিজের ও মন্ত্রীর ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল! সভাপতি পদে 'অনিচ্ছা' অনুব্রত-র

বীরভূমের দুই কেন্দ্রে জয়ী হলেও, বোলপুর শহরেই ভিত হারাল তৃণমূল। প্রাপ্ত ফলের নিরিখে দেখা যাচ্ছে বোলপুর পুরসভার ১৯ টি ওয়ার্ডের মধ্যে ১৬ টিতেই এগিয়ে রয়েছে বিজেপি।

Google Oneindia Bengali News

বীরভূমের দুই কেন্দ্রে জয়ী হলেও, বোলপুর শহরেই ভিত হারাল তৃণমূল। প্রাপ্ত ফলের নিরিখে দেখা যাচ্ছে বোলপুর পুরসভার ১৯ টি ওয়ার্ডের মধ্যে ১৬ টিতেই এগিয়ে রয়েছে বিজেপি। ৩ টি ওয়ার্ডে তৃণমূল এগিয়ে থাকলেও ব্যবধান কম। সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল, অনুব্রত মণ্ডল যে ওয়ার্ডের বাসিন্দা, সেই ওয়ার্ড অর্থাৎ ১৫ নম্বর ওয়ার্ডেই পরাজিত হয়েছে তৃণমূল।

ভোটের আগে অনুব্রত দাবি

ভোটের আগে অনুব্রত দাবি

ভোট ঘোষণার অনেক আগে থেকেই বিভিন্ন দাওয়াই দেওয়ার দাবি করেছিলেন অনুব্রত মণ্ডল। শেষ দাওয়াই ছিল নকুলদানা বিলি। অনুব্রত মণ্ডল দাবি করেছিলেন বোলপুর এবং বীরভূম দুই আসনেই বড় ব্যবধানেই জয় পাবে তৃণমূল। ব্যবধানও আগের থেকে বাড়বে। না হলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। এমন মন্তব্যও করেছিলেন অনুব্রত মণ্ডল। জয় পেলেও, নিজের দেওয়া কথা কার্যত রাখতে পারেননি তিনি।

বোলপুর শহরে পিছিয়ে তৃণমূল

বোলপুর শহরে পিছিয়ে তৃণমূল

অনুব্রত মণ্ডলের নিজের শহর বোলপুরেই তৃণমূলের পরাজয়। অনুব্রত মণ্ডলের নিজের ওয়ার্ডেই তৃণমূল শুধু হারেনি, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার ওয়ার্ডেও পরাজিত হয়েছে তৃণমূল। সূত্রের খবর অনুযায়ী, সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে অনুব্রত বলেছেন, সভাপতির পদে থাকব কিনা, তা নিয়ে ভাবনাচিন্তা করছি।

[আরও পড়ুন:'কে বলেছে..' অসম্ভকে ছোঁয়া যায় না! গান্ধীদের বিরুদ্ধে আমেঠির যুদ্ধে স্মৃতির ঝোড়ো ইনিংসে ফের প্রমাণ ][আরও পড়ুন:'কে বলেছে..' অসম্ভকে ছোঁয়া যায় না! গান্ধীদের বিরুদ্ধে আমেঠির যুদ্ধে স্মৃতির ঝোড়ো ইনিংসে ফের প্রমাণ ]

অনুব্রত-র সাফাই

অনুব্রত-র সাফাই

বিজেপির ভোট বাড়ার পিছনে অনুব্রত মণ্ডলের সাফাই, সিপিএম-এর পুরো ভোট গিয়েছে বিজেপির দিকে। যেমনটি বলছেন রাজ্যের অন্য তৃণমূল নেতারা।

[আরও পড়ুন: পিছিয়ে পড়ার কারণ খুঁজতে ব্যস্ত তৃণমূল! অনেক কারণ মিলে যাচ্ছে বাম শাসনের শেষের সময়ের সঙ্গে][আরও পড়ুন: পিছিয়ে পড়ার কারণ খুঁজতে ব্যস্ত তৃণমূল! অনেক কারণ মিলে যাচ্ছে বাম শাসনের শেষের সময়ের সঙ্গে]

English summary
TMC is behind BJP in Anubrata Mondal's ward under Bolpur municipality. TMC isbehind atleast 16 ward among 19 under Bolpur Municipality.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X