For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল নেত্রী চাইলেই পারেন পেট্রোপণ্যের দাম কমানোর সঙ্গী হতে! রাজ্যে চাকরি নিলাম হচ্ছে, বিস্ফোরক সুকান্ত

তৃণমূল নেত্রী চাইলেই পারেন পেট্রোপণ্যের দাম কমানোর সঙ্গী হতে! রাজ্যে চাকরি নিলাম হচ্ছে, বিস্ফোরক সুকান্ত

  • |
Google Oneindia Bengali News

পেট্রোপণ্যকে জিএসটির আওতায় আনতে যারা বাধা দিচ্ছে, সেই তালিকায় রয়েছে তৃণমূল কংগ্রেসও (trinamool congress)। এদিন সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারকে বিভিন্ন বিষয়ে আক্রমণ করার পাশাপাশি পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিষয়ে তৃণমূলকে কার্যত নিশানা করলেন বিজেপির (bjp) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (sukanta majumdar)।

ভোট পরবর্তী হিংসা

ভোট পরবর্তী হিংসা

এদিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ভোট পরবর্তী হিংসার ঘটনা নিয়ে রাজ্য সরকারকে প্রবল আক্রমণ করেন। প্রসঙ্গত এদিন ঠাকুর মুকুরের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে মগরাহাট পশ্চিমের পরাজিত বিজেপি প্রার্থী মানস সাহার। বিজেপি এবং পরিবারের তরফে ভোট গণনার দিন মানস সাহার ওপরে হামলার অভিযোগ তুলে বলা হয়েছে, তার পর থেকে পুরোপুরি সুস্থ হতে পারেননি মানস সাহা ওরফে ধূর্জটি সাহা। এদিন বিষয়টি নিয়ে সমালোচনা করতে গিয়ে সুকান্ত মজুমদার বলেছেন দুষ্কৃতী হামলায় প্রার্থী মৃত্যুর ঘটনা দুর্ভাগ্যজনক। তিনি অভিযোগ করেছেন, সরকার পক্ষের গুণ্ডা বাহিনীর হামলায় মৃত্যু হয়েছে তাঁদের নেতার। বাংলার গণতন্ত্রের পক্ষে এদিনটিকে কালো দিন বলে মন্তব্য করেছেন তিনি।

সরকারি প্রকল্পে টাকা লুটের অভিযোগ

সরকারি প্রকল্পে টাকা লুটের অভিযোগ

আম্ফানের ক্ষতিপূরণের টাকা লুট নিয়ে সরকারি রিপোর্ট গ্রহণ করতে অস্বীকার করেছে কলকাতা হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্ল এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চ বলেছে, মূল বিষয়কে আড়াল করতেই বলা হয়েছে এফআইআর করা সত্ত্বেও অভিযুক্তরা ফেরার থাকায় পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। বিজেপির রাজ্য সভাপতি বলেছেন, এজি জানিয়েছেন সবাই ফেরার। তবে পুলিশ খুঁজলে সবাইকেই পেয়ে যাবে বলে মন্তব্য করেছেন তিনি। কটাক্ষ করে তিনি বলেছেন, তৃণমূলের বুথ স্তর থেকে শীর্ষস্তরের নেতারা কয়লা, বালি ত্রাণের কাটমানির টাকায় চলেন। তার প্রমাণ সবার কাছেই আছে। তাঁর অভিযোগ গ্রামেগঞ্জে অনেক সরকারি প্রকল্পের টাকাও লুট হচ্ছে, সাধারণ মানুষের কাছে তা পৌঁছচ্ছে না।

চাকরি নিলাম হচ্ছে

চাকরি নিলাম হচ্ছে

এদিন সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন, রাজ্যে চাকরি নিলাম হচ্ছে। এসএসসিতে বেকারদের ভবিষ্যৎ নিয়ে খেলা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। কটাক্ষ করে বিজেপির রাজ্য সভাপতি বলেছেন, কোন তৃণমূল নেতাকে কত টাকা দিলে স্কুলের চাকরি হবে, তা এলাকার ছো ছোট ছেলেমেয়েরাও বলে দেবে।

তৃণমূল চেষ্টা করলেই পেট্রোপণ্যের দাম কমবে

তৃণমূল চেষ্টা করলেই পেট্রোপণ্যের দাম কমবে

তৃণমূলের তরফে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের সমালোচনা করা হচ্ছে। এব্যাপারে প্রশ্নের উত্তরে সুকান্ত মজুমদার বলেছেন, তৃণমূল সুপ্রিমো আগে পেট্রোপণ্যকে জিএসটির আওতায় আনার ব্যাপারে সিদ্ধান্ত নিন। তাহলেই প্রতি লিটার পেট্রোলের দাম ৭০ টাকায় নেমে আসবে বলেও মন্তব্য করেছেন তিনি।

রাজ্য কমিটি তৈরি করতে সময় লাগবে

রাজ্য কমিটি তৈরি করতে সময় লাগবে

রাজ্য বিজেপির নতুন সভাপতি হয়েছেন তিনি। এবার রাজ্য কমিটির বদল আসন্ন। কবে হবে, এই প্রশ্নের উত্তরে সুকান্ত মজুমদার বলেছেন, খুব শীঘ্রই তা তৈরি হয়ে যাবে। প্রসঙ্ত এব্যাপারে এদিন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, তিনিও বিষয়টি নিয়ে কিছুই জানেন না। তবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে রাজ্য সভাপতির আলোচনায় বিষয়টি ঠিক করা হয়।

এদিন সকালের দিকে ভবানীপুরে প্রচারে গিয়ে বাধার মুখে পড়েন সুকান্ত মজুমদার। তিনি এদিন প্রচার শুরু করেন ৭৩ নম্বর ওয়ার্ডের হরিশ মুখার্জি রোড ও সুহাষিনী গাঙ্গুলি রোডের সংযোগস্থলে মিত্র ইনস্টিটিউশন স্কুলের সামনে থেকে। এই স্কুলেই মুখ্যমন্ত্রীর ভোটদান কেন্দ্র। পুলিশ তাদের প্রচারে বাধা দিয়েছে বলে অভিযোগ করে সুকান্ত মজুমদার কটাক্ষ করে বলেছিলেন, এখন আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস নেই, তা হয়ে দাঁড়িয়েছে ওয়েস্ট বেঙ্গল পিসি সার্ভিস। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে একবার জয়ের স্বাদ পেয়েছে বিজেপি, আবার তারা চেষ্টা করবেন। উল্টোদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার হারের স্বাদ চাখতে দিয়েছেন, আরেকবার দেবেন। বিজেপির রাজ্য সভাপতি নরেন্দ্র মোদীর ওপরে ভরসা রেখে প্রিয়ঙ্কা টিবরেওয়ালকে ভোট দেওয়ার জন্য আহ্বান করেছেন। দিলীপ ঘোষ প্রসঙ্গে বলেছেন, তিনি স্টার ক্যাম্পেনার। তিনি নিজেকে বিজেপির কর্মী বলে বর্ণনা করেন। মুখ্যমন্ত্রীর পাড়া থেকে প্রচার শুরু করে বিজেপির নতুন রাজ্য সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চাইলেন বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
In his first Press conference State BJP President Sukanta Majumdar taegts Mamata Banerjee Govt on post poll violence, petro products under GST and Jobs situation.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X