For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিতে বড়সড় ভাঙন লেগে গেল উত্তরবঙ্গে! মোহভঙ্গ হওয়ায় তৃণমূলে ফেরার হিড়িক

বিজেপিতে বড়সড় ভাঙন লেগে গেল উত্তরবঙ্গে! মোহভঙ্গ হওয়ায় তৃণমূলে ফেরার হিড়িক

Google Oneindia Bengali News

যে উত্তরবঙ্গ বিজেপিকে সাফল্য এনে দিয়েছিল ২০১৯-এর নির্বাচনে, সেই উত্তরবঙ্গেই বড়সড় ফাটল ধরে গেল বিজেপিতে। বিজেপিতে মোহভঙ্গ হওয়ায় দলে দলে কর্মী ফিরে গেলেন তৃণমূলে। ফলে দুই বঙ্গেই তৃণমূলে ফেরার হিড়িক অব্যাহত রয়েছে। গেরুয়া গড়েই বড়সড় ভাঙন ধরে যাওয়ায় একুশের বিধানসভার আগে স্বস্তিতে তৃণমূল।

বিজেপিতে মোহভঙ্গ, দলে দলে তৃণমূলে

বিজেপিতে মোহভঙ্গ, দলে দলে তৃণমূলে

২০১৯ লোকসভা ভোটে উত্তরবঙ্গের প্রায় সব আসনেই জিতেছিল বিজেপি। কংগ্রেস একটি আসনে জয়লাভ করলেও তৃণমূল কোনও আসন দখল করতে পারেনি। এই অবস্থায় বিজেপিতে ভাঙন ধরিয়ে তৃণমূল হারানো জমি পুনরুদ্ধারের চেষ্টা করছে। বিজেপিতে মোহভঙ্গ হওয়ায় দলে দলে তৃণমূলের যোগদান করছেন।

দিদির নেতৃত্বে উন্নয়নে সামিল হতেই দলবদল

দিদির নেতৃত্বে উন্নয়নে সামিল হতেই দলবদল

দল ছেড়ে কর্মীরা জানাচ্ছেন অসময়ে তৃণমূল কংগ্রেস তাদের পাশে দাঁড়িয়েছে, তাই তারা তৃণমূলের পতাকার তলায় এসে দাঁড়িয়েছেন। তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছেন। দিদি করোনার সময়ে দুর্বিসহ অবস্থা কড়া হাতে সামলাচ্ছেন। আমরা দিদির নেতৃত্বে উন্নয়নে সামিল হতেই দলবদল করলাম।

প্রায় ৫০০ জন তৃণমূলে যোগদান

প্রায় ৫০০ জন তৃণমূলে যোগদান

আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকে মহিলা তৃণমূল কংগ্রেসের রক্তদান শিবিরে যোগ দিতে এসে বিধায়ক সৌরভ চক্রবর্তী বলেন, গত লোকসভা ভোটে বিধানসভা কেন্দ্রে এগিয়ে থাকলেও, অঞ্চলে আমরা দেড় হাজারেরও বেশি ভোটে পিছিয়ে ছিলাম। চাপড়ের পার্ট টু অঞ্চলের সলসলাবাড়ির এলাকার প্রায় ৫০০ জন তৃণমূলে যোগদান করেন।

বিজেপিকে ভেঙে তৃণমূল বিধায়কের বার্তা

বিজেপিকে ভেঙে তৃণমূল বিধায়কের বার্তা

সৌরভ চক্রবর্তী বলেন, এখানে ৪০০টি পরিবারের বাস। প্রায় হাজার দুয়েক মানুষ এখানে বসবাস করেন। তাঁদের আরও অনেকে যোগ দেবেন তৃণমূলে। এখন সমাজিক দুরত্ব মেনে সবাইকে যোগদান করানো সম্ভব হয়নি। ছেট্ট অনুষ্ঠানের মধ্য দিয়েই তাঁদে্র হাতে পতাকা তুলে দেওয়া হয়।

'মস্তান' রাজ্যপাল, বেনজির আক্রমণ শিক্ষামন্ত্রীর,ফুঁসে উঠল রাজভবন, তুঙ্গে সহ উপাচার্য নিয়োগ বিতর্ক'মস্তান' রাজ্যপাল, বেনজির আক্রমণ শিক্ষামন্ত্রীর,ফুঁসে উঠল রাজভবন, তুঙ্গে সহ উপাচার্য নিয়োগ বিতর্ক

English summary
TMC increases power to break BJP in North Bengal also. Over 500 workers join in TMC leaving BJP in lockdown situation,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X