For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাবুলের গড়ে ভাঙল বিজেপি, তৃণমূল কংগ্রেসের শক্তিবৃদ্ধি ২০২১ বিধানসভা নির্বাচনের আগে

বাবুলের গড়ে ভাঙল বিজেপি, তৃণমূলের শক্তিবৃদ্ধি ২০২১ বিধানসভা নির্বাচনের আগে

Google Oneindia Bengali News

দলবদলের খেলা চলছেই। চলছে বিজেপিতে ভাঙন। এবার হাত পড়ল কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়র সংসদীয় ক্ষেত্রেও। বাবুল সুপ্রিয়র গড়ে বিজেপি ভেঙে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন দলে দলে কর্মী। একা বিজেপি নয়, ভাঙল সিপিএমও। বিজেপি ও সিপিএম শিবির থেকে প্রায় ৪০০ পরিবার যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।

বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূলে ৪০০ পরিবার

বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূলে ৪০০ পরিবার

বাবুল সুপ্রিয়র সংসদীয় ক্ষেত্রে আসানসোলের অন্তর্গত রানিগঞ্জ বিধানসভা এলাকার অন্ডালে হল এই দলবদল। এদিন দলবদলের এই অনুষ্ঠান জেলা পরিষদ সদস্য বিষ্ণু দে, গ্রাম পঞ্চায়েত প্রধান সুধীন পাণ্ডের উদ্যোগে। ৪০০ পরিবার এদিন বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূলের পতাকা হাতে তুনে নেন।

দীপ্তাংশু-জিতেন্দ্রর হাত ধরে তৃণমূলে যোগদান

দীপ্তাংশু-জিতেন্দ্রর হাত ধরে তৃণমূলে যোগদান

পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক কর্নেন দীপ্তাংশু চৌধুরী, জেলা তৃণমূল সভাপতি জিতেন্দ্র তিওয়ারি তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন। এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক মানসী তিওয়ারি, গুর্গাপুর পুরসভা, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্যরাও।

বিজেপি-সিপিএম শিবিরে ভাঙন ধরাল তৃণমূল

বিজেপি-সিপিএম শিবিরে ভাঙন ধরাল তৃণমূল

তৃণমূল কংগ্রেসে এই যোগদান পর্বের শেষে জিতেন্দ্র তিওয়ারি জানান, এদিন বিজেপি শিবিরে ভাঙন ধরানোর পাশাপাশি সিপিএম শিবিরেও ভাঙন ধরেছে। বিজেপি থেকে ২৫০ পরিবার ও সিপিএম থেকে ১৫০ পরিবার তৃণমূল শিবিরে নামে লেখান। তাঁদের হাতে তৃণমূলের তেরঙ্গা পতাকা তুলে ধরে স্বাগত জানানো হয় দলে।

শ্যামপুরের বারগ্রামেও বিজেপিতে ভাঙন

শ্যামপুরের বারগ্রামেও বিজেপিতে ভাঙন

হাওড়ার শ্যামপুরের বারগ্রামেও বিজেপি ছেড়ে ৩০টি পরিবার তৃণমূলে যোগ দেন। তাঁদের দলে স্বাগত জানান পঞ্চায়েত সমিতির সভাপতি জুলফিকার আলি মোল্লা, বারগ্রাম গ্রাম পঞ্চায়েত প্রধান প্রণব ঘোষ প্রমুখ। মমতা ব্যানার্জীর আদর্শে অনুপ্রাণিত হয়ে বারগ্রাম পূর্ব পাড়ার ৩০টি তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন।

মুকুল অনুগামীদের এন্ট্রি দিতে নারাজ! সঙ্ঘের কড়া পদক্ষেপে ওঁরা 'না ঘরকা না ঘাটকা'মুকুল অনুগামীদের এন্ট্রি দিতে নারাজ! সঙ্ঘের কড়া পদক্ষেপে ওঁরা 'না ঘরকা না ঘাটকা'

English summary
TMC increases power to break BJP in Babul Supriyo’s fort in Asansole
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X