For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির শক্তিক্ষয় অব্যাহত, মমতার ডাকে সাড়া দিয়ে জঙ্গলমহলে দলে দলে কর্মীরা তৃণমূলে

বিজেপির শক্তিক্ষয় অব্যাহত, মমতার ডাকে সাড়া দিয়ে জঙ্গলমহলে দলে দলে কর্মীরা তৃণমূলে

Google Oneindia Bengali News

২০২১ বিধানসভা নির্বাচনের আগে শক্তি হারিয়েই চলেছে বিজেপি। পাল্লা দিয়ে শক্তি বাড়ানোর খেলা চলছে। তৃণমূল রদবদলের পর উজ্জীবিত হয়ে শক্তি বাড়িয়েই চলেছে জঙ্গলমহলে। পর পর তিনদিন জঙ্গলমহলের জেলাগুলিতে তৃণমূলে যোগদান হল। পশ্চিম মেদিনীপুরের পর ফের ঝাড়গ্রামে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন কর্মীরা।

ঝাড়গ্রামে তৃণমূলে যোগদান

ঝাড়গ্রামে তৃণমূলে যোগদান

ঝাড়গ্রামের গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের সাত নম্বরে অঞ্চলের বিজেপি কর্মীরা দলে দলে তৃণমূলে যোগদান করেন। তৃণমূলের জেলা সভাপতি তথা নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন। কেঁদুগাড়ির পণ্ডিশোল গ্রামের কর্মিসভায় এই যোগদান হয়। এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্র পরিষদের সভাপতি সত্যরঞ্জন বারিক, ব্লক তৃণমূলের সভাপতি হেমন্ত ঘোষ প্রমুখ।

দিলীপের গড়ে বিজেপিতে ভাঙন

দিলীপের গড়ে বিজেপিতে ভাঙন

এর আগে দিলীপ ঘোষের গড়ে গেরুয়া শিবিরে বড়সড় ধাক্কা দেয় তৃণমূল। পশ্চিম মেগিনীপুরের খড়গপুর এক নম্বর ব্লকে বিজেপি থেকে তৃণমূলে যোগ দেন কয়েকশো নেতা, কর্মী, সমর্থক। এই দলে ছিলেন বেশ কয়েকজন সিপিএম কর্মীও। দলবদলকারীদের হাতে পতাকা তুলে দেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতি অজিত মাইতি।

গড়বেতায় তৃণমূলের শক্তিবৃদ্ধি

গড়বেতায় তৃণমূলের শক্তিবৃদ্ধি

একুশে জুলাই শহিদ দিবসের পর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১-এর লক্ষ্যে সংগঠনে রদবদল করেছেন। আর সেই রদবদলে তিনি বিশেষ গুরুত্ব দিয়েছেন জঙ্গলমহলকে। এরপরই গড়বেতা বিধানসভা এলাকার জোগারডাঙায় বিজেপি সদস্য রহমত আলি-সহ শতাধিক বিজেপি কর্মী তৃণমূলে যোগ দেন। বিধায়ক আশিস চক্রবর্তী তাঁদের

যোগদানে শক্তিবৃদ্ধি, উৎসাহ তৃণমূলে

যোগদানে শক্তিবৃদ্ধি, উৎসাহ তৃণমূলে

পশ্চিম মেদিনীপুরের তৃণমূল জেলা সভাপতি অজিত মাইতি বলেন, জেলাজুড়ে দলবদলের জোয়ার শুরু হয়েছে। জঙ্গলমহলেও তৃণমূল বাড়ছে। দলবদলের যে জোয়ার এসেছে তাতে বিজেপির কোনও নেতাকে খুঁজে পাওয়া যাবে না। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আহ্বান জানিয়েছিলেন, যাঁরা বিজেপি কিংবা অন্যদলে গিয়েছেন, তাঁরা ফিরে আসুন। তারপরও আরও মানুষ আসছেন তৃণমূলে।

মহারাষ্ট্রে একলা চলো নীতিতেই হাঁটবে পদ্ম শিবির? সেনা-বিজেপি সম্ভাব্য জোট নিয়ে জল্পনা নাড্ডার কথায়মহারাষ্ট্রে একলা চলো নীতিতেই হাঁটবে পদ্ম শিবির? সেনা-বিজেপি সম্ভাব্য জোট নিয়ে জল্পনা নাড্ডার কথায়

English summary
TMC increases power in Jangalmahal to break BJP after Mamata’s calling
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X