For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিংড়ি মাছের মতো নাচছেন লকেট! লাভপুরের নির্বাচনে বিজেপিকে চ্যালেঞ্জ অনুব্রত-র

যা আছেন তাই থাকবেন। কাউকে ভয় পাবেন না। লাভপুরের জনসভা থেকে দলের কর্মী-সমর্থকদের কাছে এমনই আহ্বান জানালেন বীরভূম তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে নাচুনি বলেও কটাক্ষ

  • |
Google Oneindia Bengali News

যা আছেন তাই থাকবেন। কাউকে ভয় পাবেন না। লাভপুরের জনসভা থেকে দলের কর্মী-সমর্থকদের কাছে এমনই আহ্বান জানালেন বীরভূম তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে নাচুনি বলেও কটাক্ষ করেন তিনি। বিজেপি কর্মী তাপস বাগদির মৃত্যু প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন, খুনের রাজনীতি করি না, করবও না।

চিংড়ি মাছের মতো নাচছেন লকেট! লাভপুরের নির্বাচনে বিজেপিকে চ্যালেঞ্জ অনুব্রত-র

দিন কয়েক আগে লাভপুরের দাঁড়কায় বিজেপি কর্মী তাপস বাগদির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। মৃতের বাড়ির তরফে তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছিল থানায়। খবর পেয়েই সেখানে গিয়েছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। সেখানে গিয়ে বলেছিলেন, বীরভূম সন্ত্রাসের আঁতুড় ঘর, যার মাস্টারমাইন্ড অনুব্রত মণ্ডল।

লাভপুরে লকেট চট্টোপাধ্যায়ের যাওয়া প্রসঙ্গে অনুব্রত মণ্ডল নাম না করে বলেন, নাচুনি নেচে গেল। চিংড়ি মাছের মতো লাফিয়ে লাভ নেই। এটা বীরভূম। মানুষের উন্নয়নের পাশে রয়েছে তৃণমূল।

সভায় আসা দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে অনুব্রত মণ্ডল প্রশ্ন করেন, তৃণমূল খাদ্যসাথী দিয়েছে। সবুজ সাথী দিয়েছে। আর কী দাবি, তা জানাতে বলেন তিনি।

[আরও পড়ুন: অমিত শাহের রথযাত্রা ফালতু! জমিতে পাঁচন দেওয়া শুরু, আর যা বললেন অনুব্রত, দেখুন ভিডিও][আরও পড়ুন: অমিত শাহের রথযাত্রা ফালতু! জমিতে পাঁচন দেওয়া শুরু, আর যা বললেন অনুব্রত, দেখুন ভিডিও]

২০১৯-এর জানুয়ারিতে ব্রিগেডের সভায় বীরভূম জেলা থেকে ৬ থেকে ৭ লক্ষ লোক যাবে বলে দাবি করেছেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, নেত্রীকে বলবেন স্পেশাল ট্রেনের ব্যবস্থা করতে। লোকসভা নির্বাচনে লাভপুর বিধানসভা এলাকা থেকে একলক্ষ ভোটের লিড থাকবে বলে জানিয়েছেন অনুব্রত।

[আরও পড়ুন:শরিকদের জন্য 'বলিদান'! মহাজোটে রাজ্যে ২০-২০ ফর্মুলা চায় রাহুলের দল][আরও পড়ুন:শরিকদের জন্য 'বলিদান'! মহাজোটে রাজ্যে ২০-২০ ফর্মুলা চায় রাহুলের দল]

লাভপুরের দাঁড়কা গ্রামে নিজের দলের পঞ্চায়েতকে সতর্ক করে তিনি বলেন, গরিব মানুষ কাজ না পেলে সরিয়ে দেব।

[আরও পড়ুন:মরার সময় রাম নাম! ঘরে ঘরে কৃষ্ণের সঙ্গে থাকবে 'মমতা'র লক্ষ্মী, আর যা বললেন বীরভূমের কেষ্ট ][আরও পড়ুন:মরার সময় রাম নাম! ঘরে ঘরে কৃষ্ণের সঙ্গে থাকবে 'মমতা'র লক্ষ্মী, আর যা বললেন বীরভূমের কেষ্ট ]

English summary
TMC heavy weight Anubrata Mondal criticised BJP leader Locket Chatterjee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X