For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেষ্টর গড় বীরভূমে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে আহত বেশ কয়েকজন

তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে বীরভূম জেলার খয়রাশোলের লোকপুর এলাকায়।

  • |
Google Oneindia Bengali News

তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে বীরভূম জেলার খয়রাশোলের লোকপুর এলাকায়। তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীলড়াই এখানে নতুন কিছু নয়। কিন্তু যে ভাবে দুই গোষ্ঠীর লোকজন প্রকাশ্যে বোমা বন্দুক আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাতে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার লোকজন।

কেষ্টর গড় বীরভূমে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে আহত বেশ কয়েকজন

এদিন সকালে সংঘর্ষের সময় রাস্তার ওপর বোমাবাজি হয় লোকপুর এলাকার নাম নওপাড়ায়। এই সংঘর্ষ ও বোমাবাজির ঘটনায় অন্তত তিন জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রচুর‌ পুলিশ মোতায়েন করা হয়েছে।

তবে এদিন সকালে সংঘর্ষ শুরু হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে বেগ পেতে হয়। পরে সিউড়ি থেকে পুলিশ ‌এনে সেখানে মোতায়েন করা হয়েছে। দিন কয়েক আগেও তৃণমূল কংগ্রেসের শেখ কালো গোষ্ঠীর সঙ্গে অন্য গোষ্ঠীর ঝামেলা হয়। কালোর বাড়ির সামনে ‌অন্য গোষ্ঠীর লোকজন বোমাও ছোঁড়ে।

[আরও পড়ুন: ২০১৯লোকসভা ভোট মিটতেই রবি 'আউট', বিনয় 'ইন'! তৃণমূল জোলা সভাপতি পদে ব্যাপক রদবদল ][আরও পড়ুন: ২০১৯লোকসভা ভোট মিটতেই রবি 'আউট', বিনয় 'ইন'! তৃণমূল জোলা সভাপতি পদে ব্যাপক রদবদল ]

এদিনও কালোর গোষ্ঠীর সঙ্গে অন্য গোষ্ঠীর সংঘর্ষ শুরু হয়ে যায়। কালোর দাবি তাকে সরাতে চাইছে অন্য গোষ্ঠীর লোকজন। তাই প্রকাশ্যে বোমা বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। যদিও জেলার তৃণমূল কংগ্রেসের নেতা অভিজিৎ সিংহ, যিনি অনুব্রত মণ্ডলের খুব ঘনিষ্ঠ হিসেবে পরিচিত, তিনি বলেছেন, দলের মধ্যে ‌কোনও দ্বন্দ্ব ‌বরদাস্ত করা হবে না।

তাঁর কথায়, কেউ যদি নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য দখলদারির রাজনীতি করে ও এলাকায় বোমা বন্দুক আগ্নেয়াস্ত্র নিয়ে মিছিল করে তা হবে না। পুলিশকে অনুরোধ করেছি যে তারা যেন আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করে।
এলাকার পুলিশ আধিকারিকরা জানান, এখন তাদের প্রথম কাজ হল এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখা। তারা সেটা করছেন।

[আরও পড়ুন:মমতা 'রাক্ষসী', অখিলেশ 'কসাই', ফের বিতর্কিত আক্রমণ বিজেপি বিধায়কের][আরও পড়ুন:মমতা 'রাক্ষসী', অখিলেশ 'কসাই', ফের বিতর্কিত আক্রমণ বিজেপি বিধায়কের]

English summary
TMC group clash in Birbhum Khoyrasol, many injured
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X