For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদের মৃত্যুবার্ষিকী পালন করবে তৃণমূল সরকার! জল্পনা তুঙ্গে

সৌজন্যের নিদর্শন স্থাপন করে জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী পালন করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। রবিবার বিধানসভায় পশ্চিমবঙ্গ দিবস পালন করেছেন বিজেপির বিধায়করা।

Google Oneindia Bengali News

সৌজন্যের নিদর্শন স্থাপন করে জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী পালন করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। রবিবার বিধানসভায় পশ্চিমবঙ্গ দিবস পালন করেছেন বিজেপির বিধায়করা। তারপরই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তরফে ভারত কেশরী শ্যামাপ্রসাদের মৃত্যুবার্ষিকী পালনের সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ।

বিজেপির প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদের মৃত্যুবার্ষিকীতে তৃণমূল

তৃণমূল সরকারের তরফে সিদ্ধান্ত হয়েছে বুধবার কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে শ্যামাপ্রসাদের মূর্তিতে মাল্যদান করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সূচনা করবেন এই অনুষ্ঠানের। জনসংঘের প্রতিষ্ঠাতা তথা বর্তমান বিজেপির প্রতিষ্ঠা বলে যিনি গণ্য হন, রাজ্য সরকারের তরফে তাঁর মৃত্যুবার্ষিকী পালনের এই সিদ্ধান্ত নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে।

একুশের নির্বাচনে জিতে বাংলার ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি হয়েছে প্রধান বিরোধী দল। আর নতুন সরকার প্রতিষ্ঠার পর মুখ্যমন্রীণ্ মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন সিদ্ধান্ত নিয়ে এখন চর্চা চলছে রাজ্য রাজনীতিতে। উল্লেখ্য, জনসংঘ থেকে জন্ম নেয় বিজেপি। ১৯৪৭ সালের ২০ জুন শ্যামাপ্রসাদের নেতৃত্বে পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে ভারতের অংশ হয়। সেদিন শ্যামাপ্রসাদপন্থী ৫৪ জন বিধায়কের দাবি মেনে পশ্চিমবঙ্গ পৃথক রাজ্যের স্বীকৃতি পায়।

বিজেপি প্রতি বছর ২০ জুনকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করে আসছে। রবিবার পশ্চিমবঙ্গ দিবস পালনের পরদিনই রাজ্য সরকারের তরফে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী পালনের ঘোষণা হল। উল্লেখ্য দুদিন পরই ২৩ জুন শ্যামাপ্রসাদের মৃত্যদিন। ওই দিনটিকে উদযাপনের প্রস্তুতি নিচ্ছে বিজেপি। এবার তৃণমূল সরকারও মৃত্যুবার্ষিকা পালেনর সিদ্ধান্ত নিল। সোমবার রাজ্যের তথ্য সংস্কৃতি দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়।

এখানে উল্লেখ্য, ১৯৫১ সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন। ১৯৭৭ সালে জরুরি অবস্থার পর বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জোট করে জনতা পার্টি তৈরি গঠন করা হয়। তারপর কংগ্রেসকে হারিয়ে ক্ষমতায় আসে জনতা পার্টি। কিন্তু তিনবছর পরেই জনতা পার্টি অবলুপ্তি হয়ে যায়। এরপর জনসংঘের প্রাক্তন সদস্যরা মিলে বিজেপি গঠন করেন।

English summary
TMC government decides to observe the death anniversary of Shyama Prasad Mukharjee who is founder of BJP.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X