For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভার আগেই বড়সড় পরিবর্তন তৃণমূলে! নয়া ‘নেতৃত্বে’র উত্থানে শোভনকে বার্তা

নিত্যদিন জয়ের ব্যবধান বাড়ছে তৃণমূলের। এই অবস্থায় তৃণমূল লোকসভার আগেই নির্ভয়ে পরিবর্তনের ইঙ্গিত দিয়ে দিল তাদের জেলা নেতৃত্বে।

Google Oneindia Bengali News

সমস্ত সংশয় কাটিয়ে মহেশতলায় বড় জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপির কোনও স্ট্র্যাটেজিই আদতে কাজ করেনি মহেশতলায়। সেই গতানুগতিক ভোট বৃদ্ধির সাফল্যেই আবদ্ধ বিজেপির রাজ্য নেতৃত্ব। বড় নির্বাচনে এখন পর্যন্ত তৃণমূলকে প্রত্যাঘাত করেত পারেনি তারা। নিত্যদিন জয়ের ব্যবধান বাড়ছে তৃণমূলের। এই অবস্থায় তৃণমূল লোকসভার আগেই নির্ভয়ে পরিবর্তনের ইঙ্গিত দিয়ে দিল তাদের জেলা নেতৃত্বে।

লোকসভার আগেই বড়সড় পরিবর্তন তৃণমূলে! নয়া ‘নেতৃত্বে’র উত্থানে শোভনকে বার্তা

মহেশতলা নির্বাচনে এবার বিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার রেকর্ড ভোটে তৃণমূল প্রার্থী দুলাল দাস জেতার পর অভিষেক এরপ্রকার জানিয়েই দিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা নেতৃত্ব বড়সড় পরিবর্তন আসতে চলেছে। গুরুত্ব বাড়তে চলেছে মেয়র-পত্নী রত্নার চট্টোপাধ্যায়। একইভাবে শোভন চট্টোপাধ্যায়ের গুরুত্ব কমানো স্রেফ সময়ের অপেক্ষা।

শোভন-রত্নার পারিবারিক কলহ এখন তৃণমূলের সংসারেও এসে পড়েছে। সেই আঙ্গিকেই একজনের গুরুত্ব বাড়ছে, কমছে একজনের। রত্নার গুরুত্ব বাড়িয়ে যেমন শোভনকে বার্তা দিচ্ছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব, তেমনই শোভন চট্টোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে উঠেছে। দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতির পদ থেকে সরানো হতে পারে শোভন চট্টোপাধ্যায়কে।

লোকসভার আগেই বড়সড় পরিবর্তন তৃণমূলে! নয়া ‘নেতৃত্বে’র উত্থানে শোভনকে বার্তা

[আরও পড়ুন:জ্বলছে ভাঙড়, অলীক চক্রবর্তীকে গ্রেফতারের প্রতিবাদে অবরোধ-বিক্ষোভে আন্দোলনকারীরা][আরও পড়ুন:জ্বলছে ভাঙড়, অলীক চক্রবর্তীকে গ্রেফতারের প্রতিবাদে অবরোধ-বিক্ষোভে আন্দোলনকারীরা]

মহেশতলা উপনির্বাচনের জন্যই এই ব্যাপারে কোনও সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব হয়নি। তারপর দলের জেলা সভাপতি হয়েও জেলার একটি কেন্দ্রে উপনির্বাচনে কোনও ভূমিকায় দেখা যায়নি শোভন চট্টোপাধ্যায়কে। উল্টে তাঁর বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ তোলেন খোদ তৃণমূল প্রার্থী তথা তাঁর শ্বশুরমশাই দুলাল দাস। তারই জেরে শোভনের অপসারণ স্রেফ সময়ের অপেক্ষা হয়ে দাঁড়িয়ে রয়েছে একপ্রকার।

এই অবস্থায় সদ্য তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ হওয়া শুভাশিস চক্রবর্তীর নাম শোনা যাচ্ছে দক্ষিণ ২৪ পরগনার জেলা সভাপতি পদে। এমনকী শুধু তাঁর নামই নয়, শোভনকে বার্তা দিতে আরও একটি বিশেষ নাম তুলে আনা হচ্ছে দক্ষিণ ২৪ পরগনা জেলার কার্যকরী সভাপতি হিসেবে।

মোট কথা মহেশতলায় তৃণমূলের জয়ের পর শোভনের বিপদ আসন্ন। তৃণমূল কংগ্রেসের পরিবারেও তাঁর কাছে এখন বড় বিপদ হয়ে দেখা দিয়েছে সেই নাম, রত্না চট্টোপাধ্যায়। সেইসঙ্গে শক্তি বাড়িয়ে তাঁর প্রবলতর প্রতিপক্ষ হয়ে উঠছেন শ্বশুরমশাই দুলাল দাসও। ফলে আরও কোণঠাসা হচ্ছেন শোভন।

English summary
Trinamool Congress gives message to Sovan Chatterjee after winning in By-election. TMC increases strength from Maheshtala By-election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X