For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাও-ঝাও জোট করে মমতার ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা চলছে, বিজেপিকে তোপ পার্থর

পুরুলিয়ার জঙ্গলমহলে বিজেপি কর্মী দুলাল দাসের আত্মহ্ত্যাকে খুন বলে চালানো হচ্ছে বলে অভিযোগ করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

Google Oneindia Bengali News

পুরুলিয়ার জঙ্গলমহলে বিজেপি কর্মী দুলাল দাসের আত্মহ্ত্যাকে খুন বলে চালানো হচ্ছে বলে অভিযোগ করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, বিজেপি চাইছে রাজ্যের সরকারকে কালিমালিপ্ত করতে, আর তাতে ইন্ধন দিয়ে মিথ্যা প্রচার করছে কোনও কোনও সংবাদমাধ্যম। পার্থ বলেন, মিথ্যা খবর প্রচার করা হচ্ছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে। মাও-ঝাও জোট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা চালাচ্ছে বিজেপি।

মাও-ঝাও জোট করে মমতার ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা চলছে, বিজেপিকে তোপ পার্থর

রবিবার সাংবাদিক বৈঠক করে বিজেপি ও কুৎসা প্রচারকদের বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারিও দিন তিনি। তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, দল যেমন মানহানির মামলা করবে, সরকারের পক্ষ থেকে প্রশাসনকে নির্দেশ দিক আইনানুগভাবে প্রশাসনকে ব্যবস্থা নিতে।

[আরও পড়ুন:কলেজে 'নগ্ন' করে নিগ্রহ! 'দ্বিমত' প্রাক্তন ও বর্তমান টিএমসিপি সভাপতির][আরও পড়ুন:কলেজে 'নগ্ন' করে নিগ্রহ! 'দ্বিমত' প্রাক্তন ও বর্তমান টিএমসিপি সভাপতির]

পার্থর কথায়, বিজেপির আসমুদ্র হিমাচলের নেতারা কুৎসা করতে আসছেন। এবার চাঁদ থেকেও লোক নিয়ে আসতে পারে ওরা। কারণ কোনওভাবেই কুৎসা করেও জমানো যাচ্ছে না আসর। এখন মাও-ঝাও জোট করে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি কলুষিত করার চেষ্টা চালাচ্ছে।

[আরও পড়ুন: সিঙ্গুরের পথ ধরে ভাঙড় আন্দোলন কি পারবে মমতার ভিত নড়িয়ে দিতে, প্রশ্ন কিন্তু থেকেই যায় ][আরও পড়ুন: সিঙ্গুরের পথ ধরে ভাঙড় আন্দোলন কি পারবে মমতার ভিত নড়িয়ে দিতে, প্রশ্ন কিন্তু থেকেই যায় ]

উল্লেখ্য, পুরুলিয়া তিনদিনের ভিতরে দুজন বিজেপি কর্মীর রহস্যমৃত্যু ঘটে। প্রথমে সুপুরডি গ্রামের ত্রিলোচন মাহাতো ও পরে দাভাগ্রামের দুলাল কুমার নামে দুই বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অভিযোগ, তাদের মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, বিজেপির অভিযোগের কোনও সারবত্তা নেই। তৃণমূল কখনও হিংসার রাজনীতিকে প্রশ্রয় দেয় না।

তিনি আরও বলেন, আমরা এই ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছি। বিজেপি পরোক্ষে সিবিআই তদন্ত চাইছে। প্রয়োজনে হাইকোর্টের দ্বারস্থও হতে পারে। এদিন বিজেপি ১২ ঘণ্টার বনধ ডাকে। সেই বনধে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় এদিন। বিজেপি নেতৃত্বের পক্ষে লকেট চট্টোপাধ্যায় মৃত বিজেপিকর্মী দুলাল কুমারের বাড়িতে যান। তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। তোপ দাগেন তৃণমূলের বিরুদ্ধে।

English summary
TMC General Secretary Partha Chatterjee criticizes BJP on Purulia’s mystery death. He says BJP is spreading propaganda on that subject.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X