For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২১-এর প্রার্থী তালিকা নিয়ে আলোচনা! ভূমিপুত্রের দাবিতে কোন্দল তৃণমূল কংগ্রেসে

২০২১-এর প্রার্থী তালিকা নিয়ে আলোচনা! ভূমিপুত্রের দাবিতে কোন্দল তৃণমূলে

  • |
Google Oneindia Bengali News

২০২১-এর বিধানসভা ভোট কোন মাসে হতে পারে, তার এখনও কোনও নিশ্চয়তা নেই। তবে সঠিক সময়ে হতে গেলে ২০২১-এর এপ্রিল। মধ্যে আছে ছয়মাসের বেশি সময়। সেই পরিস্থিতিতে একদিকে যেমন ভোট পরামর্শদাতা প্রশান্ত কিশোর কাজ চালিয়ে যাচ্ছেন, অন্যদিকে, এলাকার প্রার্থী তালিকা নিয়ে স্বাভাবিকভাবেই উত্তেজনা রয়েছে তৃণমূল কর্মীদের মধ্যে। যেমন রয়েছে বাসন্তীতে।

 ভাইকে প্রার্থী করতে গিয়ে বাধা পেয়েছিলেন গোসাবার তৃণমূল বিধায়ক

ভাইকে প্রার্থী করতে গিয়ে বাধা পেয়েছিলেন গোসাবার তৃণমূল বিধায়ক

সূত্রের খবর অনুযায়ী, ২০১৬-র নির্বাচনে বাসন্তীর তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্কর নিজে প্রার্থী হওয়ার পাশাপাশি ভাই অরবিন্দ নস্করকে বাসন্তী আসনে প্রার্থী করতে চেয়েছিলেন। সেই সময় কালীঘাটের বাধাতে ভাইকে জয়ন্ত নস্কর প্রার্থী করতে পারেননি বলে জানা যায়। বাসন্তী আসনে প্রার্থী করা হয়েছিল গোবিন্দ নস্করকে। জিতেছিলেন তিনি।

 এবারেও জয়ন্ত নস্কর এবং গোবিন্দ নস্করের দুই আশা

এবারেও জয়ন্ত নস্কর এবং গোবিন্দ নস্করের দুই আশা

সূত্রের খবর অনুযায়ী গোসাবার বিধায়ক এবারও নিজের ভাইকে বাসন্তী আসনে প্রার্থী করতে চাইছেন, অন্যদিকে বর্ষীয়ান গোবিন্দ নস্করের ইচ্ছা তাঁর মেয়ে কিংবা ভাইকে টিকিট পাইয়ে দেওয়ার। নিজের লোককে টিকিট পাইয়ে দেওয়ার তালিকায় আছেন শওকত মোল্লার মতো নেতারাও।

স্থানীয় প্রার্থীর দাবি

স্থানীয় প্রার্থীর দাবি

অন্যদিকে এলাকার তৃণমূল কর্মীদের একটা বড় অংশের দাবি, স্থানীয় প্রার্থী দিতে হবে। তৃণমূলের ব্লকের নেতা মন্টু গাজি এই দাবি সঙ্গে সহমত হলেও, তিনি বলছেন শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় যাঁকে প্রার্থী করবেন, তাঁকেই মানবে দল।

 বাসন্তীর বর্তমান পরিস্থিতি

বাসন্তীর বর্তমান পরিস্থিতি

একটা সময় বাসন্তীতে সিপিএম এবং আরএসপির সংঘর্ষ লেগে থাকত। এখন সেই সংঘর্ষ হচ্ছে তৃণমূল যুব আর মাদারের মধ্যে। এই আসনে একদিকে বিজেপি সংগঠন যেমন বেড়েছে, ঠিক তেমনই শক্তি বাড়িয়েছে ফুরফুরা শরিফের আব্বাস সিদ্দিকির সংগঠন। তারাও প্রার্থী দিতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। তা হলে বড় সংখ্যালঘু ভোট তৃণমূলের হাতছাড়া হতে পারে। এলাকায় আরএসপিরও একটা সংগঠন রয়েছে। ফলে ২০২১-এর নির্বাচনে এই আসনে তৃণমূলের লড়াই খুব একটা সহজ হবে না।

২০২১-এর বিধানসভা নির্বাচন কি তবে রাষ্ট্রপতি শাসনে! মুকুল-দিলীপের পদক্ষেপে জল্পনা২০২১-এর বিধানসভা নির্বাচন কি তবে রাষ্ট্রপতি শাসনে! মুকুল-দিলীপের পদক্ষেপে জল্পনা

English summary
TMC from Basanti claims for local candidate in coming 2021 assembly elections
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X