For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নেতাদের ছেড়ে অভিনেতাদের উপর ভরসাই কি বুমেরাং হবে, অশনি সংকেত তৃণমূলে

বাংলায় ভোট-বাদ্যি বেজে যেতেই সবার প্রথম ২৯৪ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল। কিন্তু তারপরই তৃণমূল বিদ্রোহ শুরু হয়ে গিয়েছে। বিদায়ী বিধায়ক থেকে নেতা-নেত্রীরা বিদ্রোহে সামিল হয়েছেন।

Google Oneindia Bengali News

বাংলায় ভোট-বাদ্যি বেজে যেতেই সবার প্রথম ২৯৪ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল। কিন্তু তারপরই তৃণমূল বিদ্রোহ শুরু হয়ে গিয়েছে। বিদায়ী বিধায়ক থেকে নেতা-নেত্রীরা বিদ্রোহে সামিল হয়েছেন। শুধু বিদ্রোহই নয়, তাঁরা তৃণমূল ছেড়ে বিজেপির পথে পা বাড়িয়ে দিয়েছেন স্রেফ প্রার্থী হতে না পেরে। এই প্রবণতায় অশনি সংকেত দেখছে রাজনৈতিক মহল।

তৃণমূলের অন্দরে ধরেছে মস্তবড় ফাটল

তৃণমূলের অন্দরে ধরেছে মস্তবড় ফাটল

তৃণমূল কংগ্রেস এবার ২৯১ জনের যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে, তাতে বহু রূপোলিজগতের কলাকুশলী স্থান পেয়েছেন। আর গ্ল্যামার জগতের কলাকুশলীদের রাজনৈতিক আঙিনায় পা দিয়েই প্রার্থী হয়ে যাওয়া মানতে পারেননি একশ্রেণি। রাজনৈতিক নেতানেত্রীদের একাংশ গর্জে উঠেছেন প্রতিবাদে। এমনকী তৃণমূলের অন্দরে ধরেছে মস্তবড় ফাটল।

অসন্তোষ তীব্র আকার নিয়েছে তৃণমূলে

অসন্তোষ তীব্র আকার নিয়েছে তৃণমূলে

এবার তৃণমূলের প্রার্থী তালিকায় স্থান পেয়েছেন অভিনেতা-অভিনেত্রী-পরিচালকরা-সঙ্গীতশিল্পী। রাজ চক্রবর্তী থেকে শুরু করে সোহম, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, লাভলি মিত্র, কৌশানি মুখোপাধ্যায়, জুন মালিয়া, সায়নী ঘোষ, অদিতি মুন্সি প্রমুখ। এই মনোনয়নে সায় নেই তৃণমূলের অনেক নেতানেত্রীর। প্রার্থী তালিকা প্রকাশের পরই অসন্তোষ তীব্র আকার নিয়েছে তৃণমূলে।

তৃণমূলের বিক্ষুব্ধরা অনেকে যোগাযোগ রাখছেন

তৃণমূলের বিক্ষুব্ধরা অনেকে যোগাযোগ রাখছেন

শুধু অভিনেতা-অভিনেত্রীদের প্রার্থী করাই নয়, অনেক প্রবীণ বিধায়ককে প্রার্থী না করার পর তাঁরে অনেকেই বিজেপিমুখী হয়ে পড়েছেন। মুকুল রায়ের সঙ্গে যোগাযোগ করে তাঁরা বিজেপিতে যোগদান করতে পারেন। এই তালিকাও বেশ দীর্ঘ। শুভেন্দু অধিকারীর সঙ্গেও তৃণমূলের বিক্ষুব্ধরা অনেকে যোগাযোগ রাখছেন।

মনক্ষুণ্ণ হয়ে বিজেপির পথে পা বাড়িয়েছেন যাঁরা

মনক্ষুণ্ণ হয়ে বিজেপির পথে পা বাড়িয়েছেন যাঁরা

তৃণমূলের টিকিট না পেয়ে বিধায়কদের মধ্যে অনেকেই ক্ষুণ্ণ হয়ে বিজেপির পথে পা বাড়িয়েছেন। বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন অনেকে, অনেকে মনস্থির করে ফেলেছেন বিজেপিতে যোগ দেওয়ার ব্যাপারে। এই তালিকাও বড় হতে শুরু করেছে। জটু লাহিড়ী, শীতল সর্দার, সোনালি গুহ, দীপেন্দু বিশ্বাস, রবীন্দ্রনাথ ভট্টাচার্য প্রমুখ। আবার হবিবপুরে তৃণমূলের টিকিট পেয়েও দল ছেড়ে বিজেপির প্রার্থী হতে আগ্রহী হয়েছেন এক নেতা।

English summary
TMC faces big trouble to announce candidate, candidate list of TMC, TMC candidate for West Bengal Assembly Election 2021.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X