For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোর্চার গুরুংপন্থীরাও প্রার্থী দিল পাহাড়ের তিন আসনে, কাকে সমর্থন করবে তৃণমূল

মোর্চার গুরুংপন্থীরাও প্রার্থী দিল পাহাড়ের তিন আসনে, কাকে সমর্থন করবে তৃণমূল

Google Oneindia Bengali News

তৃণমূল কংগ্রেস তাঁদের জোটসঙ্গী গোর্খা জনমুক্তি মোর্চার জন্য তিনটি আসন ছেড়ে রেখে ২৯১ আসনের প্রার্থী ঘোষণা করে দিয়েছিল আগেই। তারপর গোর্খা জনমুক্তি মোর্চার বিনয়গোষ্ঠী একতরফা তিন আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দেন। তার ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই গুরুংপন্থী গোর্খা জনমুক্তি মোর্চা প্রার্থী ঘোষণা করল।

মোর্চার গুরুংগোষ্ঠীর প্রার্থী তালিকা প্রকাশ পাহাড়ে

মোর্চার গুরুংগোষ্ঠীর প্রার্থী তালিকা প্রকাশ পাহাড়ে

পাহাড়ের তিন আসন নিয়ে এবার রাজনৈতিক উত্তাপ একেবারেই অন্যরকম। পাহাড়ের মুল শক্তি গোর্খাজনমুক্তি মোর্চা দুই ভাগ। তা প্রার্থী তালিকার মধ্যে দিয়েই তারা প্রকাশ করে দিয়েছে। বিনয়পন্থী আর গুরুংপন্থীরা এবার সম্মুখ সমরে অবতীর্ণ হতে চলেছে। বিনয়গোষ্ঠীর পর গুরুংগোষ্ঠী প্রার্থী তালিকা প্রকাশ করে এই লড়াই চূড়ান্ত করে দিয়েছেন।

গুরুংপন্থী গোর্খা জনমুক্তি মোর্চার জনপ্রিয় মুখে ভরসা

গুরুংপন্থী গোর্খা জনমুক্তি মোর্চার জনপ্রিয় মুখে ভরসা

পাহাড়ে এবার গুরুংপন্থী গোর্খা জনমুক্তি মোর্চা জনপ্রিয় নেতাদের সামনে রেখেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। বিমল গুরুং এবার নির্বাচনে তেমন প্রার্থীদেরই বেছে নিয়েছেন। পাহাড়ের তিন কেন্দ্রের মধ্যে দার্জিলিংয়ে প্রার্থী হয়েছেন পিটি ওলা। গুরুংয়ের আমলে জিটিএ সদস্য ছিলেন। কার্শিয়াংয়ে প্রার্থী হয়েছেন নরবু লামা। গুরুংপন্থী জনপ্রিয় নেতা। কালিম্পংয়ে প্রার্থী হয়েছেন রাম ভুজেল। মোর্চার দীর্ঘদিনের সদস্য, গুরুংয়ের আস্থাভাজন।

বিজেপির থেকেও অনেক বেশি লড়াই বিনয় তামাংয়ের সঙ্গে

বিজেপির থেকেও অনেক বেশি লড়াই বিনয় তামাংয়ের সঙ্গে

মঙ্গলবার দার্জিলিংয়ে জনসভা করে তিন প্রার্থীর নাম ঘোষণা করেছেন গুরুংপন্থী গোর্খা জনমুক্তি মোর্চা। বিনয় তামাং গোষ্ঠী ভোট ময়দানে নামিয়েছেন শিরিং দাহাল, রুদেন লেপচাদের। তার পাল্টা জনপ্রিয় মুখ আনলেন গুরুং। এবারের লড়াই বিজেপির থেকে যতটা, তার থেকে অনেক বেশি যেমন বিনয় তামাংয়ের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় তাই ধন্দে কাকে সমর্থন করবেন।

পাহাড়ে কাকে সমর্থন করবে তৃণমূল, ধন্দ গোষ্ঠীদ্বন্দ্বে

পাহাড়ে কাকে সমর্থন করবে তৃণমূল, ধন্দ গোষ্ঠীদ্বন্দ্বে

পাহাড়ে তৃণমূলের যেটুকু সংগঠন রয়েছে তা মিরিককেন্দ্রিক। মিরিক পুরসভা তৃণমূলের দখলে। মিরিক পুরসভার চেয়ারম্যান এলবি রাই জানিয়েছেন, তাঁদের কাছে কোনও তথ্য নেই যে কাকে সমর্থন করবেন তাঁরা। তৃণমূল সরাসরি পাহাড়ে প্রার্থী দেয়নি, ফলে পাহাড়ে প্রচারেরও সুযোগ নেই। দল যেমন বলবে, আমরা তেমনটাই করব।

<strong>অভিনেত্রী শ্রীলেখা মিত্রর অদেখা ছবির গ্যালারি</strong>অভিনেত্রী শ্রীলেখা মিত্রর অদেখা ছবির গ্যালারি

আক্রান্ত সৌগত রায়, অর্পিতা ঘোষ, অভিযোগের তির শুভেন্দু অনুগামীদের বিরুদ্ধেআক্রান্ত সৌগত রায়, অর্পিতা ঘোষ, অভিযোগের তির শুভেন্দু অনুগামীদের বিরুদ্ধে

English summary
TMC faces big trouble in hill after announcing different candidate by Bimal Gurung and Binoy Tamang
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X