জুহির বাড়িতে বিক্ষোভ দেখিয়ে শিশুপাচারকাণ্ডে দিলীপ-রূপাকেও গ্রেফতারের দাবি তৃণমূলের
জলপাইগুড়ি , ২৪ ফেব্রুয়ারি : শিশুপাচারকাণ্ডে এবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে গ্রেফতারের দাবি তুলল তৃণমূল। শুক্রবার বিজেপির মহিলা মোর্চা নেত্রী জুহি চৌধুরীর বাড়ি ঘেরাও করে তাঁকে অবিলম্বে গ্রেফতার করতে হবে বলে দাবি তোলার পাশাপাশি তৃণমূল কংগ্রসের পক্ষ থেকে দিলীপ ঘোষ ও রূপা গঙ্গোপাধ্যায়েরও গ্রেফতারি দাবি করা হয়।[চিটফান্ড কাণ্ড ঢাকতেই শিশুপাচারে ফাঁসানো হচ্ছে বিজেপিকে, তোপ দিলীপের]
ইতিমধ্যে জলপাইগুড়ি শিশু পাচারকাণ্ডে ধৃত চন্দনা চক্রবর্তীর সঙ্গে জুহি চৌধুরীর যোগসাজোশ পেয়েছে সিআইডি। তবে কেন তাঁকে গ্রেফতার করা হচ্ছে না- এই মর্মেই জুহির বাড়ি ঘেরাও কের বিক্ষোভ দেখাতে থাকে জলপাইগুড়ি জেলা যুব তৃণমূল কংগ্রেস। জেলা যুব তৃণমূল সভাপতি সৈকত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি চলে। সেখানেই শিশু পাচারকাণ্ডে অভিযুক্ত জুহি চৌধুরীকে মদত দেওয়ার অভিযোগে দিলীপ ঘোষ ও রূপা গঙ্গোপাধ্যায়কে গ্রেফতারের দাবি তোলা হয়।[বাড়িতে হানা দিয়ে শিশুপাচারকাণ্ডে চন্দনাদেবীর ভাইকে গ্রেফতার করল সিআইডি]

জেলা তৃণমূল যুব সভাপতি দাবি করেন, জুহিকে আশ্রয় দিচ্ছে বিজেপি রাজ্য সভাপতি। তা থেকেই স্পষ্ট শিশু পাচারকাণ্ডে তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ মদত ছিল। তা না হলে জুহি কাদের ভরসায় দিল্লিতে দরবার করতে যেতেন। জুহির বাবাকে গ্রেফতারের দাবিও তোলা হয় তৃণমূলের এই কর্মসূচি থেকে। তাঁকে জিজ্ঞাসাবাদ করলেই অনেক তথ্য সামনে আসবে বলে দাবি সৈকতবাবুর।[টার্গেট কুমারী মায়েরা, সন্তান ভূমিষ্ঠের আগেই বিক্রি হয়ে যেত চন্দনা চক্রবর্তীর 'আশ্রয়' থেকে!]
এদিকে কু-কথার যুদ্ধও জারি রয়েছে তৃণমূল ও বিজেপির। গতকাল বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কালো পতাকা প্রদর্শন করায় তিনি বিক্ষোভ দেখালে তৃণমূলের ছেলেদের মেরে ঠ্যাং ভেঙে দেওয়ার নিদান দিয়েছিলেন। আর এদিন সৈকত চট্টোপাধ্যায় পাল্টা দিলেন, ওনাকে আর জলপাইগুড়িতেই ঢুকতে দেওয়া হবে না।