For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কমিশনে প্রতিবাদী চিঠি! আজ মুখ্য নির্বাচন কমিশনারের কাছে তৃণমূলের প্রতিনিধি দল

আজ দিল্লিতে নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। নেতৃত্বে ডেরেক ও ব্রায়েন। তাঁরা মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গেদেখা করবেন বলে জানা গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

আজ দিল্লিতে নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। নেতৃত্বে ডেরেক ও ব্রায়েন। তাঁরা মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করবেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার কোচবিহারের পুলিশ সুপার পরিবর্তনের পর কমিশনে প্রতিবাদী চিঠি দেয় তৃণমূল।

কমিশনে প্রতিবাদী চিঠি! আজ মুখ্য নির্বাচন কমিশনারের কাছে তৃণমূলের প্রতিনিধি দল

ভোটের একদিন, মঙ্গলবার আগে কোচবিহারের পুলিশ সুপার পদ থেকে অভিষেক গুপ্তাকে সরিয়ে নতুন পুলিস সুপার করা হয় অমিত সিংকে। তাঁকে মঙ্গলবারই দায়িত্ব নিতে বলা হয় নির্বাচন কমিশনের তরফে।

[আরও পড়ুন:নির্বাচন কমিশন 'দুর্বল'! রাষ্ট্রপতিকে চিঠি ৬৬ জন প্রাক্তন আমলার][আরও পড়ুন:নির্বাচন কমিশন 'দুর্বল'! রাষ্ট্রপতিকে চিঠি ৬৬ জন প্রাক্তন আমলার]

উল্লেখ্য, কোচবিহারের এসপি অভিষেক গুপ্তার নামে কিছুদিন আগেই কমিশনে অভিযোগ জানায় বিজেপি। এরপর কোচবিহার রাসলীলা ময়দানে দাঁড়িয়ে মুকুল রায় পক্ষপাতিত্বর অভিযোগ তোলেন অভিষেক গুপ্তার বিরুদ্ধে। মুকুল রায় বলেছিলেন, অন্তত ১০ বছর রাজনীতিতে থাকব, দেখব কী করে এসপি থাকেন অভিষেক গুপ্তা। তারপরই নির্বাচন কমিশনের তরফে অভিষেক গুপ্তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ।

[আরও পড়ুন: মোদীকেই ফের ভারতের প্রধানমন্ত্রী দেখতে চান ইমরান! বলে ফেললেন নেপথ্যের কারণ][আরও পড়ুন: মোদীকেই ফের ভারতের প্রধানমন্ত্রী দেখতে চান ইমরান! বলে ফেললেন নেপথ্যের কারণ]

এরই প্রতিবাদ জানিয়ে মঙ্গলবারই কমিশনে চিঠি দেয় তৃণমূল কংগ্রেস। বুধবার সকালে দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করবে ডেরেক ও ব্রায়েনের নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধিদল। তারপর সেখান থেকে বেরিয়ে হবে সাংবাদিক সম্মেলন।

[আরও পড়ুন:লোকসভা নির্বাচনের সমস্ত খবর পেতে ক্লিক করুন এখানে]

English summary
TMC delegation will meet CEC in Delhi on Wednesday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X