For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিতে যোগ দিতেই অর্জুনের বিরুদ্ধে অনাস্থা, ভাটপাড়া পুরসভায় ভোটের আগে ‘ভোট’

বিধায়ক তথা ভাটপাড়ার পুরসভার চেয়ারম্যান অর্জুন সিং বিজেপিতে যোগদান করেছেন। এবার তাঁর বিরুদ্ধে অনাস্থা আনলেন কাউন্সিলররা।

Google Oneindia Bengali News

বিধায়ক তথা ভাটপাড়ার পুরসভার চেয়ারম্যান অর্জুন সিং বিজেপিতে যোগদান করেছেন। এবার তাঁর বিরুদ্ধে অনাস্থা আনলেন কাউন্সিলররা। ২১ জন কাউন্সিলর সম্মিলিত হয়ে খসড়ায় সই করে অনাস্থা প্রস্তাবের চিঠি দিলেন মহকুমা শাসককে। একইসঙ্গে এই অনাস্থার চিঠি পাঠানো হল ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান অর্জুন সিংকেও।

বিজেপিতে যোগ দিতেই অর্জুনের বিরুদ্ধে অনাস্থা, ভাটপাড়া পুরসভায় ভোটের আগে ‘ভোট’

অর্জুন সিংয়ের বিজেপিতে যোগদানের পুরবোর্ডের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে পড়েছিল। তাঁর হাত ধরে ২২ জন কাউন্সিলর বিজেপিতে যোগ দিতে পারেন বলে জল্পনা চলছিল। সেই জল্পনায় জল ঢেলে বিধানসভায় একত্রিত হলেন ২১ জন কাউন্সিলর। এখনও চারজন কাউন্সিলর তৃণমূলের সঙ্গে রয়েছে বলে দাবি তৃণমূলের।

স্পিড পোস্টে অনাস্থার চিঠি পাঠানো হয় অর্জুন সিংয়ের কাছে। নিয়ম ১৫ দিনের মধ্যে চেয়ারম্যানকে বৈঠক ডাকতে হবে। তিনি না ডাকলে ভাইস চেয়ারম্যান বৈঠক ডাকবেন। তারপর ১৫ দিনের মধ্যে মহকুমা শাসকের তত্ত্বাবধানে আস্থা ভোট হবে। যদিও এসব নিয়ে ভাবতে রাজি নন অর্জুন সিং। তিনি পাল্টা হুঁশিয়ার দিয়েছেন তৃণমূলকে। সবাই তাঁর সঙ্গে রয়েছে বলে দাবি।

[আরও পড়ুন: প্রদেশ কংগ্রেসের প্রথম পর্যায়ের তালিকা! সম্ভাব্য তালিকায় রয়েছেন যাঁদের নাম][আরও পড়ুন: প্রদেশ কংগ্রেসের প্রথম পর্যায়ের তালিকা! সম্ভাব্য তালিকায় রয়েছেন যাঁদের নাম]

উল্লেখ্য, অর্জুন সিংয়ের দলবদলের পর মমতার রাজত্বে প্রথম কোনও পুরসভা বিজেপির দখলে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। আপাতত এই অবস্থা থেকে স্বস্তি মিলল তৃণমূলের। কাউন্সিলররা সম্মিলিতভাবে ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান অর্জুন সিংয়ের বিরুদ্ধে অনাস্থা আনলেন। সেই অনাস্থার খসড়া তৈরি হল বিধানসভায় বসে।

[আরও পড়ুন: বিজেপি-সিপিএমে ভাঙন! লোকসভার প্রার্থীর হাত ধরে দলে দলে যোগদান তৃণমূলে][আরও পড়ুন: বিজেপি-সিপিএমে ভাঙন! লোকসভার প্রার্থীর হাত ধরে দলে দলে যোগদান তৃণমূলে]

এদিন উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের সভা পতি তথা খাদ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে বিধানসভায় আসেন ১৯ জন কাউন্সিলর। তাঁরা একত্রিত হয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনার তোড়জোড় শুরু করেন। উল্লেখ্য, ভাটপাড়া পুরসভায় কাউন্সিলরের সংখ্যা ৩৫ জন। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বাকি ৩৪-এর ৩৩ জন তৃণমূলের, একজন সিপিএমের কাউন্সিলর।

English summary
TMC’ councilors proposes no confidence against Vatpara municipality chairman Arjun Singh. He joined in BJP leaving TMC after Lok Sabha Election candidate list publish,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X