For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাঘের মন থেকে জঙ্গল বাদ যায় না! আট কাউন্সিলর ফিরলেন 'ঘরে'

মাস দেড়েকের মধ্যেই ঘরে ফিরলেন হালিসহর পুরসভার ৮ তৃণমূল কাউন্সিল। ২৮ মে দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন চেয়ারম্যান-সহ তৃণমূলের প্রায়অর্ধেকের বেশি কাউন্সিলর।

  • |
Google Oneindia Bengali News

মাস দেড়েকের মধ্যেই ঘরে ফিরলেন হালিসহর পুরসভার ৮ তৃণমূল কাউন্সিল। ২৮ মে দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন চেয়ারম্যান-সহ তৃণমূলের প্রায় অর্ধেকের বেশি কাউন্সিলর। এদিন তাঁদের অনেককেই সঙ্গে নিয়ে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, জোর করে এঁদের বিজেপিতে যোগ দিতে বাধ্য করানো হয়েছিল।

'বাঘের মন থাকে জঙ্গলে'

'বাঘের মন থাকে জঙ্গলে'

এদিনের হালিসহরের তৃণমূল কাউন্সিলরদের ঘর ওয়াপসি অনুষ্ঠানে পুরমন্ত্রী পিরহাদ হাকিম বলেন, সবাইকে জোর করে দিল্লেত নিয় যাওয়া হয়েছিল। তবে তারা বিজেপির কবল মুক্ত হয়ে ফিরে আসার সাহ দেখিয়েছেন। প্রসঙ্গক্রমে তিনি বলেন, বাঘকে জঙ্গল থেকে বের করে নিয়ে যাওয়া যায়, কিন্তু বাঘের মন থেকে জঙ্গলকে বার করা যায় না।

মুকুল রায় ও অর্জুন সিংকে কটাক্ষ

মুকুল রায় ও অর্জুন সিংকে কটাক্ষ

এদিন বিজেপি নেতা মুকুল রায় এবং ব্যারাকপুরের তৃণমূল সাংসদ অর্জুন সিং-এর নাম করে কটাক্ষ করেন ফিরহাদ হাকিম। দলের সভাপতির কাছে নিজেদের স্কোর বাড়াতে
ভয় দেখিয়ে, ভাঙচুর চালিয়ে দলবদলে বাধ্য করানো হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। ফিরহাদ হাকিমের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যতটা সম্মান তাঁরা পেয়েছিলেন
বিজেপির দফতরে গিয়ে তা পাননি তাঁরা।

বিজেপির দাবি

বিজেপির দাবি

বিজেপির স্থানীয় নেতৃত্বের দাবি, এই দলবদলে বিজেপিতে কোনও প্রভাব পড়বে না। আরও দাবি, সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলররা এখনও বিজেপিতেই আছেন। বিষয়টি নিয়ে বিজেপির তরফে বৈঠক হবে। সেই বৈঠকে শুভ্রাংশু রায় এবং মুকুল রায় উপস্থিত থাকতে পারেন বলে জানি গিয়েছে।

২৮ মে দিল্লিতে বিজেপিতে যোগ

২৮ মে দিল্লিতে বিজেপিতে যোগ

২৮ জুন দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন হালিসহর পুরসভার অর্ধেকের বেশি কাউন্সিলর। জানা গিয়েছিল, হালিসহর পুরসভার ২৩ জনের মধ্যে ১৯জন, কাঁচড়াপাড়ার ২৪ জনের মধ্যে ১৮ জন, নৈহাটির ৩১ জনের মধ্যে ২২ জন বিজেপিতে যোগ দিয়েছিলেন। যদিও মঞ্চে সেদিন দিল্লির মঞ্চে হালিসহরের ৮ জন কাউন্সিলরকে
দেখা গিয়েছিল।

English summary
TMC councillors of Halisahar came back to the old party fold in the presence of Frihad Hakim.Eight councillors including Chairman rejoins TMC.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X