For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার মদের ঠেকে জয় শ্রীরাম বলা নিয়ে বচসা! আক্রান্ত তৃণমূল কাউন্সিলরের ছেলে

জয় শ্রীরাম বলা নিয়ে বচসা পৌঁছে গেল মদের ঠেকেও। যার জেরে জখম হয়েছেন কামারহাটি পুরসভার তৃণমূল কাউন্সিলরের ছেলে।

  • |
Google Oneindia Bengali News

জয় শ্রীরাম বলা নিয়ে বচসা পৌঁছে গেল মদের ঠেকেও। যার জেরে জখম হয়েছেন কামারহাটি পুরসভার তৃণমূল কাউন্সিলরের ছেলে। অভিযোগ, দক্ষিণেশ্বর রেল স্টেশন চত্বরে মদের ঠেকে জোর করে জয় শ্রীরাম বলানোর চেষ্টা করা হয়। সেই সময় বাধা দিতে যান কাউন্সিলরের ছেলে। তাঁর ওপরেই হামলা হয়। আক্রান্ত অরিন্দম ভৌমিককে সাগর দত্ত মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে।

এবার মদের ঠেকে জয় শ্রীরাম বলা নিয়ে বচসা! আক্রান্ত তৃণমূল কাউন্সিলরের ছেলে

এলাকায় তৃণমূলের প্রতিপত্তি। এহেন দক্ষিণেশ্বর স্টেশন এলাকায় বসে মদের আসর। আর সন্ধের পর সেখান দিয়ে চলাচল করা দায় মহিলাদের। সাধারণ মানুষের আপত্তিতে কোনও কাজ হয়নি বলেও অভিযোগ। তবে সেখানে জয় শ্রীরাম বলানোর চেষ্টার খবর পৌঁছলে স্থানীয় ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শংকরী ভৌমিক ছেলেকে ঘটনাস্থলে পাঠান বলে জানা গিয়েছে।

[আরও পড়ুন: অপেক্ষায় ১০০ বেশি বিধায়ক! শোভনকে দলে পেয়ে খোশ মেজাজে মুকুল রায়][আরও পড়ুন: অপেক্ষায় ১০০ বেশি বিধায়ক! শোভনকে দলে পেয়ে খোশ মেজাজে মুকুল রায়]

অভিযোগ অরিন্দম মৌমিক সেখানে গিয়ে থামতে বলায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। মদ্যপদের সঙ্গে হাতাহাতি চরম পর্যায়ে পৌঁছে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বরাহনগর এবং বেলঘরিয়া থানার পুলিশ। আহত অবস্থায় কাউন্সিলরের ছেলে নিয়ে যাওয়া হয় সাগর দত্ত মেডিক্যাল কলেজে। তৃণমূলের অভিযোগ গেরুয়া শিবিরই হামলায় নেতৃত্ব দিয়েছে। যদিও এসম্পর্কে বিজেপির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এই ঘটনায় পুলিশকে হেনস্থা করা হয় বলেও অভিযোগ। অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

[আরও পড়ুন: শোভনের যোগদানে বিজেপির শক্তি বৃদ্ধি! প্রশাসন নিয়ে মমতাকে একযোগে কটাক্ষ মুকুল-অর্জুনের][আরও পড়ুন: শোভনের যোগদানে বিজেপির শক্তি বৃদ্ধি! প্রশাসন নিয়ে মমতাকে একযোগে কটাক্ষ মুকুল-অর্জুনের]

English summary
TMC councillor's son was attacked by miscreants in Kamarhati. He was tried to prevent some toxicated youth not to give jai shree ram slogan.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X