For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটারদের প্রভাবিত করছে বাহিনী, কমিশনে গিয়ে সরাসরি অভিযোগ তৃণমূলের ১০ সাংসদের

ভোটারদের প্রভাবিত করছে বাহিনী, কমিশনে গিয়ে সরাসরি অভিযোগ তৃণমূলের ১০ সাংসদের

Google Oneindia Bengali News

ভোটারদের প্রভাবিত করছে কেন্দ্রীয় বাহিনী। একাধিক বুথে তৃণমূলের এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না। এমনকী প্রার্থীদেরও বুথে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গায় ইভিএমে সমস্যার অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে তৃণমূল কংগ্রেসের সাংসদরা। সুদীপ চট্টোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে ডেরেক ওব্রায়েন সকলেই আজ কমিশনে গিয়ে নালিশ জািনয়ে এসেছেন।

বাহিনীর বিরুদ্ধে নালিশ তৃণমূলের

বাহিনীর বিরুদ্ধে নালিশ তৃণমূলের

কেন্দ্রীয় বাহিনী ভোটারদের প্রভাবিত করছে অভিযোগ করে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। শাসক দলের পক্ষ থেকে ১০ সাংসদ গিয়ে নির্বাচন কমিশনে নািলশ জানায়। তাঁরা অভিযোগ করেছেন,পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের প্রায় ১৫টি বুথে কেন্দ্রীয় বাহিনী ভোটারদের প্রভাবিত করছে। সেখানকার বুথে বুথে কর্তব্যরত সিআরপিএফ জওয়ানরা ভোটারদের প্রভাবিত করছেন বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল।

অবাধে বহিরাগত প্রবেশ

অবাধে বহিরাগত প্রবেশ

পাঁচ জেলার একাধিক বুথে বহিরাগতদের আনাগোনা অবাধে চলছে বলে অভিযোগ করেেছন সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। বুথ জ্যাম করার ঘটনা তুলে ধরে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছেন তাঁরা। পুরুলিয়া বাঁকুড়া, পূর্ব মেদিনীপুরের একাধিক কেন্দ্রে বুথ জ্যাম করছে বিজেপি কর্মী সমর্থকরা এমনও অভিযোগ নির্বাচন কমিশনে জানিয়েছেন তাঁরা।

পাল্টা অভিযোগ বিজেপির

পাল্টা অভিযোগ বিজেপির

তৃণমূল কংগ্রেসের পাল্টা অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে দরবার করল বিজেপির প্রতিনিধিদল। পশ্চিমবঙ্গে বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়ের নেতৃত্বে বিজেপির প্রতিনিধিদল কমিশনে যায়। সেখানে আবাধ শান্তিপূর্ণ ভোট নিয়ে একাধিক দাবি জানিয়েছে। দ্বিতীয় দফার ভোটে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য কমিশনকে আগে থেকেই পদক্ষেপ করার পরামর্শ দিয়েছেন তাঁরা। দুষ্কৃতীদের আগে থেকেই গ্রেফতারের দাবি করেছেন তাঁরা।

সৌমেন্দুর গাড়ি ভাঙচুর

সৌমেন্দুর গাড়ি ভাঙচুর

পূর্ব মেদিনীপুরের কাঁথিতে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর গাড়ি ভাঙচুর হয়েছে তাই নিয়েই নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েেছন তাঁরা। এই ধরনের ঘটনা একেবারেই মেনে নেওয়া যায় না। তবে এবার বঙ্গে অনেকটাই নির্বিঘ্নে ভোট হয়েছে বলে মনে করছে নির্বাচন কমিশন।

শুভেন্দুকে নবান্নে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন, মমতার 'অনুরোধে' বিস্ফোরক বিজেপি নেতাশুভেন্দুকে নবান্নে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন, মমতার 'অনুরোধে' বিস্ফোরক বিজেপি নেতা

English summary
TMC coplaign against CRPF jawans thant they provoke voters at booth
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X