For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের পাল্টা কর্মসূচি! বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে মিছিল

বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে মিছিল করল তৃণমূল কংগ্রেস। প্ল্যাকার্ড পোস্টারে লেখা ব্ল্যাকমানি ফিরিয়ে দাও। মেদিনীপুর শহরে এদিন মিছিল করেতৃণমূল কংগ্রেস।

  • |
Google Oneindia Bengali News

বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে মিছিল করল তৃণমূল কংগ্রেস। প্ল্যাকার্ড পোস্টারে লেখা ব্ল্যাকমানি ফিরিয়ে দাও। মেদিনীপুর শহরে এদিন মিছিল করেতৃণমূল কংগ্রেস। শহরের রিং রোড দিয়ে এই মিছিল যায়। জেলার অন্য অংশেও এই ধরনের মিছিল হয়।

তৃণমূলের পাল্টা কর্মসূচি! বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে মিছিল

বকলমে বিজেপির কাটমানি বিরোধী আন্দোলনে জেরবার তৃণমূল কংগ্রেস। উত্তর থেকে দক্ষিণবঙ্গ জায়গায় জায়গায় তৃণমূলের বিরুদ্ধে পড়ছে কাটমানি বিরোধী পোস্টার। সরকারি দলের জন প্রতিনিধিরা কোথাও সরাসরি টাকা দিয়ে রেহাই পাচ্ছেন। কোথাও কোথাও মুচলেকা দিয়ে রেহাই পাচ্ছে। এই অবস্থা কানে গিয়েছে তৃণমূল নেত্রী। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে তিনি কাটমানির বিরোধী ব্ল্যাকমানি ফিরিয়ে দাওয়া স্লোগান দেন। এবার সেই মতো জেলায় জেলায় কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস।

[আরও পড়ুন:দুর্নীতি বরদাস্ত নয়, নেত্রীর হুঁশিয়ারিতে কী চরম পদক্ষেপ করল তৃণমূল কংগ্রেস][আরও পড়ুন:দুর্নীতি বরদাস্ত নয়, নেত্রীর হুঁশিয়ারিতে কী চরম পদক্ষেপ করল তৃণমূল কংগ্রেস]

এদিন সকালে মেদিনীপুর শহরে ব্ল্যাকমানি ফিরিয়ে দাও স্লোগান দিয়ে মিছিল বের করে তৃণমূল। মিছিলে জেলা তৃণমূল কংগ্রেস সভাপরতি, যুব কংগ্রেস সভাপতি, শহর তৃণমূল মহিলা কংগ্রেস সভাপতি পা মেলান। ছিলেন জেলা পরিষদে তৃণমূলের প্রতিনিধিরাও। মিছিল শেষ হওয়ার পর মেদিনীপুর শহরে গান্ধী মূর্তির পাদদেশে মোমবাতি জ্বালিয়ে নানুর দিবস পালিত হয়। একই ধরনের কর্মসূচি পালিত হয় ডেবরা ও দাঁতনেও।

[আরও পড়ুন: হুগলিতে বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার ঘিরে তোলপাড় ][আরও পড়ুন: হুগলিতে বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার ঘিরে তোলপাড় ]

English summary
TMC comes out with a procession on Black Money come back in Midnapur town. From 21st Julymeeting Mamata Banerjee calls for this type of meeting,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X