For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটাভুটিতেই স্পষ্ট তিন তালাকে তৃণমূলের অবস্থান, ছন্নছাড়া বিরোধিতা দেখে অবাক কংগ্রেস

তিন তালাক বিল নিয়ে কংগ্রেস বিরোধী অবস্থানে বরাবর বলবৎ থাকলেও, তৃণমূল অবস্থান স্পষ্ট করেনি। তবে এদিন ভোটাভুটিই স্পষ্ট হয়ে দেল তৃণমূলের অবস্থান।

Google Oneindia Bengali News

তিন তালাক বিল নিয়ে কংগ্রেস বিরোধী অবস্থানে বরাবর বলবৎ থাকলেও, তৃণমূল অবস্থান স্পষ্ট করেনি। তবে এদিন ভোটাভুটিই স্পষ্ট হয়ে দেল তৃণমূলের অবস্থান। তিন তালাক বিলের বিরুদ্ধেই ভোট দিলেন তৃণমূলের সাংসদরা। তবে লাভ হল না তাতে। বিরোধীদের ছন্নছাড়া করে ড্যাংডেঙিয়ে জিতে গেলেন নরেন্দ্র মোদী।

ভোটাভুটিতেই স্পষ্ট তিন তালাকে তৃণমূলের অবস্থান

কংগ্রেসও অবাক বিরোধীদের এই ভূমিকায়। কংগ্রেস সাংসদ কপিল সিবাল তো বলেই বসলেন, বিরোধীদের ভূমিকায় তাঁরা মর্মাহত। তাঁরা যে ছন্নছাড়া তা প্রতি পদক্ষেপে বুঝিয়ে দিয়েছেন মোদী। ফলে যা হবার তাই হয়েছে। লোকসভার পর রাজ্যসভাতেও পাস হয়ে গিয়েছে বিল। এবার রাষ্ট্রপতির সই হলেই আইনে পরিণত হবে তিন তালাক বিল।

তৃণমূল এদিন অবস্থান স্পষ্ট করে তিন তালাক বিলের বিরোধিতা করেছে। এর আগে তিন তালাক প্রথার বিরোধিতা করেছিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান। তা নিয়ে তৃণমূল সুপ্রিমো বিবৃতি দিয়েছিলেন তিন তালাক বিল নিয়ে দলের একটা অবস্থান আছে, নুসরত বাচ্চা মেয়ে সব বোঝে না বলেই ওই মন্তব্য করেছে।

শেষপর্যন্ত মুখে না বললেও তৃণমূল অবস্থান স্পষ্ট করে কংগ্রেসের পাশেই দাঁড়ায়। জেডিএস থেকে শুরু করে টিডিপি, টিআরএস, বিজেডি বিলের বিরোধিতা করলেও ওয়াক আউট করায় সুবিধা পায় বিজেপি, তথা এনডিও। ফলে রাজ্যসভায় সংখ্যালঘিষ্ঠ হয়েও জয় হাসিল করে নেয় মোদী ব্রিগেড।

English summary
TMC clears stands on Triple Talaq practice through vote casting. Triple Talaq Bill 2019 passed in Rajya Sabha to defeat opponent, Congress surprises to see opponent role.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X