For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভাটপাড়ায় বিজেপির বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ তৃণমূলের

নির্বাচনী হিংসায় উত্তপ্ত ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ভাটপাড়ায় বিজেপির বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ এনেছে তৃণমূল কংগ্রেস।

  • By Rahul Roy
  • |
Google Oneindia Bengali News

নির্বাচনী হিংসায় উত্তপ্ত ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ভাটপাড়ায় বিজেপির বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ এনেছে তৃণমূল কংগ্রেস। ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের খাস তালুকের গঙ্গা সিং স্কুলের ১৫০ নম্বর বুথে দুষ্কৃতীরা অবৈধভাবে জমায়েত করে জাল ভোট করাচ্ছিল বলে অভিযোগ তৃণমূল কংগ্রেস প্রার্থী দীনেশ ত্রিবেদীর।

ভাটপাড়ায় বিজেপির বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ তৃণমূলের

অভিযোগ, সোমবার ভোট শুরু হওয়ার পর থেকেই ভাটপাড়ার ১৫০ নম্বর বুথে তৃণমূলের এজেন্টকে বসতে দেওয়া হয়নি। খবর পেয়ে দুপুর দেড়টা নাগাদ তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদী ওই বুথে গেলে, তাঁকে দেখে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায় বলেও অভিযোগ শাসক দলের। যদিও অভিযোগ অস্বীকার করে ভাটপাড়ার ওই বুথে তৃণমূলের বিরুদ্ধেই ভোটারদের ভয় দেখানো ও হুমকি দেওয়ার অভিযোগ তুলেছে বিজেপি।

[আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনী বাহিনীর ঠেলায় বুথের বাইরে প্রার্থী! তৃণমূল সমর্থকরা তুললেন স্লোগান][আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনী বাহিনীর ঠেলায় বুথের বাইরে প্রার্থী! তৃণমূল সমর্থকরা তুললেন স্লোগান]

ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীনেশ ত্রিবেদীর দাবি, তিনি ভাটপাড়ার ১৫০ নম্বর বুথে যাওয়ার পর নড়েচড়ে বসে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বুথ চত্বরে জমায়েত হওয়া বহিরাগতদের তাড়া করে জওয়ানরা এলাকাছাড়া করেন বলেও জানিয়েছেন তৃণমূল প্রার্থী। বিজেপি কর্মীরা প্রিসাইডিং অফিসারকেও শাসিয়েছেন বলে অভিযোগ করেছেন দীনেশ ত্রিবেদী।

[আরও পড়ুন:বুথে ঢুকলেন লকেট, ভাঙচুর ইভিএম, স্থগিত ভোটগ্রহণ! রণক্ষেত্র হুগলির ধনেখালি ][আরও পড়ুন:বুথে ঢুকলেন লকেট, ভাঙচুর ইভিএম, স্থগিত ভোটগ্রহণ! রণক্ষেত্র হুগলির ধনেখালি ]

English summary
TMC claiming of false voting in Bhatpara against BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X