For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুলকে নিয়ে শুভেন্দুর বিরুদ্ধে যুদ্ধে কৌশল বদলাচ্ছে তৃণমূল! নয়া তাস মমতার

মুকুলকে নিয়ে শুভেন্দুর বিরুদ্ধে যুদ্ধে কৌশল বদলাচ্ছে তৃণমূল! নয়া তাস মমতার

Google Oneindia Bengali News

মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়ার পরই বিতর্ক তুঙ্গে উঠেছে। তাঁর বিধায়ক পদ খারিজ ও পিএসি চেয়ারম্যান পদ নিয়ে যুদ্ধে নেমেছে বিজেপি। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি আইনি লড়াই শুরু করতে চলেছে। তার আগে বিজেপিকে মাত দিতে নয়া তাস খেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন করে শুরু হল জল্পনা।

তৃণমূল কাকে প্রার্থী করে তা নিয়ে জল্পনা তুঙ্গে

তৃণমূল কাকে প্রার্থী করে তা নিয়ে জল্পনা তুঙ্গে

রাজ্যসভার দুটি আসন ফাঁকা রাজ্য। তার মধ্যে একটি আসনে আগামী ৯ অগাস্ট ভোট রয়েছে। সেই আসনে তৃণমূল কাকে প্রার্থী করে তা নিয়ে জল্পনা তুঙ্গে। দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া আসনে ভোটের দিনক্ষণ ঘোষণা হয়েছে। আর মানস ভুঁইয়ার ইস্তফার পর যে আসনটি ফাঁকা হয়েছে, তার ভোট কবে এখনও তা ঘোষণা করেনি নির্বাচন কমিশন।

রাজ্যসভার আসনে অনেকের সঙ্গে মুকুলের নামও!

রাজ্যসভার আসনে অনেকের সঙ্গে মুকুলের নামও!

রাজ্যসভার যে আসনে ভোট হবে, তার প্রার্থী হিসেবে তৃণমূলের তরফে শোনা যাচ্ছে চার নাম। তার মধ্যে যশবন্ত সিনহার নাম প্রায় পাকা বলে রাজনৈতিক মহলের খবর। তবে নাম উঠেছে শত্রুঘ্ন সিনহা, কুণাল ঘোষ, পূর্ণেন্দু বসুরও। এখন আবার শোনা যাচ্ছে মুকুল রায়ের নামও। মুকুল রায় দুটির মধ্যে একটি আসনে প্রার্থী হতে পারেন।

শুভেন্দুকে কোণঠাসা করতে তৃণমূল পরিকল্পনা বদল

শুভেন্দুকে কোণঠাসা করতে তৃণমূল পরিকল্পনা বদল

সেক্ষেত্রে মুকুল রায়কে বিধানসভা থেকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ করতে হবে পিএসি কমিটির চেয়ারম্যান পদ থেকে। মুকুলকে সরিয়ে নিয়ে তৃণমূল ঝাঁপাতে পারে শিশির অধিকারী ও সুনীল মণ্ডলের সাংসদ পদ খারিজের বিষয়টি নিয়ে। শুভেন্দুকে কোণঠাসা করতে তৃণমূল বদল করতে পারে কৌশল।

তৃণমূলে ফিরে আসার পর মুকুলকে নিয়ে পরিকল্পনা মমতার

তৃণমূলে ফিরে আসার পর মুকুলকে নিয়ে পরিকল্পনা মমতার

মুকুল রায় বিধায়ক পদ ছেড়ে রাজ্যসভায় গেলে কৃষ্ণনগর উত্তরে প্রার্থী হতে পারেন শুভ্রাংশু রায়। সেক্ষেত্রে শুভ্রাংশুকে বিধানসভায় ফিরিয়ে আনা যাবে। আর মুকুল রায় তাঁর চেনা ময়দানে ফিরে যাবেন। তিনি দিল্লির রাজনীতিতে তৃণমূলকে জায়গা করে দিতে ফের ব্যাট ধরবেন। তৃণমূলে ফিরে আসার পর মুকুলকে নিয়ে পরিকল্পনা রয়েছে মমতার। ২০২৪-এর আগে তৃণমূলকে লক্ষ্যে পৌঁছে দেওয়ার কৌশল রচনা করবেন তিনিও।

বিজেপির উপরে চাপ বাড়ানোর খেলায় কৌশল তৃণমূলের

বিজেপির উপরে চাপ বাড়ানোর খেলায় কৌশল তৃণমূলের

শুভেন্দু ও বিদেপিকে চাপে রাখতে তৃণমূলের পরিকল্পনা এখানেই শেষ নয়। তৃণমূল পরিকল্পনা করছে, মুকুলকে সরিয়ে এমন একজন বিধায়ককে পিএসি চেয়ারম্যান পদে বসাতে, যিনি মুকুল রায়ের বিজেপি-ত্যাগের পর ভিতরে ভিতরে তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন। প্রকারান্তরে বিজেপির উপরে চাপ বাড়ানোর খেলাই খেলতে চাইছেন মমতা।

English summary
TMC changes strategy against Suvendu Adhikari and BJP with Mukul Roy as MLA and PAC chairman
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X