For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রণক্ষেত্র নিজাম প্যালেস, ব্যাপক ইটবৃষ্টি! পরিস্থিতি বিচার করে ভার্চুয়াল শুনানি করার সিদ্ধান্ত

রণক্ষেত্র হয়ে উঠেছে নিজাম প্যালেস। রাজ্যের দুই মন্ত্রী এবং মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতারের পরেই নিজাম প্যালেসের গেটের বাইরে ক্রমশ ভিড় বাড়তে থাকে। কিন্তু বেলা বাড়তেই বিক্ষোভ তৃণমূল কর্মীদের।

  • |
Google Oneindia Bengali News

নারদা-কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। কেউ কিছু বুঝে ওঠার আগেই সকাল সকাল রাজ্যের দুই মন্ত্রীর বাড়িতে পৌঁছে গেল কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। গ্রেফতার করা হল রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়কে। একই সঙ্গে গ্রেফতার করা হল বিধায়ক মদন মিত্র। গ্রেফতার শোভন চট্টোপাধ্যায়ও। আর তা নিয়ে উত্তাল রাজ্যের রাজনীতি। অভিযোগ, কোনও নোটিশ ছাড়া মাত্র ঘণ্টা দেড়েকের ব্যবধানে চার জনকে তুলে আনা হয়। পরে গ্রেফতার করা হয় তাঁদের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা।

রণক্ষেত্র নিজাম প্যালেস

রণক্ষেত্র নিজাম প্যালেস

গ্রেফতারের কিছুক্ষণের মধ্যেই নিজাম প্যালেসে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় কয়েক ঘন্টা হতে চলল সিবিআই দফতরে কার্যত ধরনায় বসে আছেন তিনি। অন্যদিকে, তৃণমূলের তিন বিধায়ককে গ্রেফতারের পর থেকেই অনুগামীদের ভিড় বাড়তে থাকে নিজাম প্যালেসের সামনে। কয়েক হাজার মানুষের ভিড় বাড়তে থাকে। বন্ধ হয়ে গিয়েছে নিজাম প্যালেসের সামনে রাস্তা। কিন্তু বেলা বাড়তেই অগ্নিগর্ভ হয়ে উঠেছে নিজাম প্যালেস চত্বর। উত্তেজিত হয়ে পড়েন তৃণমূল কর্মী সমর্থকরা নিজাম প্যালেসের গেট ধরে অনেকে ভিতরে ঢোকার চেষ্টা করেন বলে অভিযোগ। এরপরে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে বলে অভিযোগ। আহত হন বেশ কয়েকজন কর্মী।

আরও উত্তেজনা ছড়ায় এলাকায়

আরও উত্তেজনা ছড়ায় এলাকায়

এরপরেই কার্যত অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে ছোঁড়া হয় ইটবৃষ্টি। ছোঁড়া হয় বোতল, চটি। যদিও কোনও রকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এরপরেই রাজ্য পুলিশের তরফে নিজাম প্যালেসের বাইরে ব্যাপক ভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। বাড়ানো হয়েছে পুলিশ আধিকারিকদের সংখ্যাও। এছাড়াও ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে গেট। বাইরে কলকাতা পুলিশ এবং নিজাম প্যালেসের ভিতরে কেন্দ্রীয় বাহিনী। কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে নিজাম প্যালেস চত্বর।

দিল্লিতে যোগাযোগ সিবিআইয়ের

দিল্লিতে যোগাযোগ সিবিআইয়ের

রণক্ষেত্র অবস্থা দফতরের বাইরে। ভিতরে বসে আছেন মমতা বন্দ্যপাধ্যায়। এই অবস্থায় হেভিওয়েট নেতা-মন্ত্রীদের বার করা সম্ভব নয়! বড় অঘটন ঘটে যেতে পারে। পুরো বিষয়টি দিল্লিতে জানানো হয়। বলা হয়, যা অবস্থা তাতে ভার্চুয়াল শুনানি করতে হবে। সেই অনুমতি চাওয়া হয় দিল্লির সিবিআই সদর দফতরের কাছে। জানা যায়, সেই অনুমতি পাওয়া গিয়েছে। অর্থাৎ ব্যাংকশাল আদালতে ভার্চুয়াল শুনানি হবে।

লাটে উঠল করোনা লকডাউনের বিধি, জেলায় জেলায় বিক্ষোভ তৃণমূলের, নিজাম প্যালেসের গেটে জমায়েত শাসক দলেরলাটে উঠল করোনা লকডাউনের বিধি, জেলায় জেলায় বিক্ষোভ তৃণমূলের, নিজাম প্যালেসের গেটে জমায়েত শাসক দলের

আদালতে লড়াই হবে, বললেন কল্যাণ

আদালতে লড়াই হবে, বললেন কল্যাণ

অনলাইনের মাধ্যমে শুনানি হবে। আদালতের কাছে পেপার জমা দেওয়া হবে। আর এখানে অনলাইনের মাধ্যমে দাঁড়াবেন অভিযুক্তরা। ইতিমধ্যে আদালতে সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। প্যালেস থেকে বেরিয়ে গিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, আদালতে লড়াই হবে। অন্যদিকে সিবিআইয়ের তরফেও চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে।

English summary
tmc-central force clash at nizam palace
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X