অধিকারী গড়ে জবাব তৃণমূলের! বিরোধীদের হারিয়ে নিরঙ্কুশ জয় সমবায়ে
কাঁথিতে অমিত শাহের সভা ঘিরে রাজ্যের শাসক দল তৃণমূলের সঙ্গে কেন্দ্রের ক্ষমতাসীন দলের বিরোধ যখন তুঙ্গে, তখন এই জেলারই সমবায় ভোটে সব আসনে জয় পেলো তৃণমূল। বিরোধীদের ক্ষমতায় থাকা সমবায় সমিতির ভোটে ৬টি আসনের সবকটি আসনেই জয় পেয়েছে তৃণমূল।

বিরোধীদের হারিয়ে সমবায় সমিতির সব আসনেই জয়লাভ করল শাসক দল তৃণমূল। বৃহস্পতিবার তমলুকের জয়কৃষ্ণপুর তন্তুবায় সমিতির পরিচালন কমিটির নির্বাচন ছিল। এতদিন তা বামেদের দখলে ছিল। সেই নির্বাচনে বামেদের হারিয়ে এদিন সব আসনেই জয়লাভ করে তৃণমূল। মোট ভোটার ছিল ১৫৮ জন। ১০ টি ভোট বাতিল হয়। ১৪৮জন ভোটারের ভোটদানে ১২ জন প্রার্থীর মধ্যে তৃণমূলের ৬ জন প্রার্থী জয়ী হন।
দীর্ঘদিন ধরে সমিতিটি বামেদের দখলে থাকার পর এই প্রথম শাসকদল বামেদের সব আসনেই হারিয়ে সমিতির দখল নিল। জয়ের খবর ছড়িয়ে পড়ার পর উল্লাসিত হয়ে ওঠেন স্থানীয় তৃণমূলের কর্মী সমর্থকরা। সবুজ আবির নিয়ে মেতে ওঠেন তাঁরা।