For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'কাননে' ফুটলেন রত্না! প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের বোনকে প্রার্থী করে ট্রিবিউট তৃণমূল সুপ্রিমোর

'কাননে' ফুটলেন রত্না! প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের বোনকে প্রার্থী করে ট্রিবিউট তৃণমূল সুপ্রিমোর

  • |
Google Oneindia Bengali News

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের মানুষ ছিলেন শোভন চট্টোপাধ্যায়। তাঁকে মেয়র করেছেন, করেছিলেন একাধিক দফতরের মন্ত্রীও। কিন্তু সবকিছু ছেড়ে আজ অনেক দূরে। বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতে শুরু করেছেন তিনি। আর ফেলে আসায় জায়গাতে এখন নেত্রীর ভরসা শোভন-পত্নী রত্না চট্টোপাধ্যায়। বেহালার ১৩১ নম্বর ওয়ার্ডের পুর-প্রতিনিধি হিসেবে কলকাতার মেয়র হয়েছিলেন তিনি। কাউন্সিলার থাকাকালীনই এলাকা ছাড়েন তিনি। আর সেই জায়গাতে দায়িত্ব সামলেছেন রত্না। মানুষকে পরিষেবা দিয়ে গিয়েছেন। আর সেই কাজের পুরস্কার রত্নাকে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শোভনের ফেলে আসা ওয়ার্ডে প্রার্থী করা হল শোভন জায়াকে।

কাননে ফুটলেন রত্না! প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের বোনকে প্রার্থী করে ট্রিবিউট তৃণমূল সুপ্রিমোর

আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভা নির্বাচন। ইতিমধ্যে বিজ্ঞপ্তি ঘোষণা হয়ে গিয়েছে। আর ভোটের দিন ঘোষণা হওয়ার পরের দিনই প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূল কংগ্রেসের। আজ শুক্রবার সকাল থেকে দফায় দফায় বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে ১৪৪টি আসনের জন্যে চূড়ান্ত প্রার্থী তালিকায় শিলমোহর দেন তিনি। আর এরপরেই প্রকাশিত হয় সেই তালিকা। তবে এবার প্রার্থী তালিকাতে একাধিক চমক রয়েছে। যার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল শোভনের ওয়ার্ডটি। আর সেখানেই কার্যত মাস্টারস্ট্রোক দিলেন নেত্রী। যদিও এর আগেও বেহালা পূর্বে অর্থাৎ শোভনের বিধানসভা কেন্দ্রে প্রার্থী হন এবং জিতেও আসেন রত্না।

কাননে ফুটলেন রত্না! প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের বোনকে প্রার্থী করে ট্রিবিউট তৃণমূল সুপ্রিমোর

শুধু রত্না নয়, প্রার্থী করা হয়েছে সদ্য প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের বোনকেও। বালিগঞ্জ ৬৮ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হচ্ছেন সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়। অনেকে বলছেন সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুটা এখনও মেনে নিতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত সুব্রতদার বোনকে প্রার্থী করে কিছুটা ট্রিবিউট দিতে চাইলেন নেত্রী। এমনটাই মত রাজনৈতিকমহলের। এছাড়াও প্রার্থী হয়েছেন ক্ষিতি গোস্বামীর মেয়েও। যাদবপুরের ৯৬ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হচ্ছেন প্রয়াত আরএসপি নেতা ক্ষিতি গোস্বামীর মেয়ে বসুন্ধরা গোস্বামী। কার্যত আরও একটি মাস্টারস্ট্রোক তৃণমূল নেত্রীর।

কাননে ফুটলেন রত্না! প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের বোনকে প্রার্থী করে ট্রিবিউট তৃণমূল সুপ্রিমোর

তবে এবার প্রার্থী তালিকাতে একঝাঁক নতুন মুখ দেখা যাবে। মমতার প্রার্থী তালিকাতে জায়গা পেয়েছে একাধিক ইয়ং জেনারেশন। যেমন প্রার্থী হচ্ছেন প্রার্থী হচ্ছেন মন্ত্রী শশী পাঁজার মেয়ে পূজা পাঁজা। টিকিট পেলেন বিধায়ক স্বর্ণকমল সাহার ছেলে সন্দীপন সাহা। প্রার্থী হচ্ছেন চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে সৌরভ ভট্টাচার্য। এছাড়াও প্রার্থী তালিকাতে নাম রয়েছে তারক সিং সহ তাঁর দুই ছেলে-মেয়েই। কৃষ্ণা সিং এবং অমিত সিং।

অন্যদিকে ফের একবার পরেশ পালকেও প্রার্থী করা হয়েছে। বিধায়ক হলেও তাঁকে প্রার্থী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে প্রার্থী করা হয়েছে রাজ্য সভার সাংসদ শান্তনু সেনের স্ত্রী কাকলী সেনকে। তবে এবার একাধিক ভারী নাম বাদ গিয়েছে তালিকা থেকে। বাদ গিয়েছে স্মিতা বক্সি, রতন মালাকার, রতন দে সহ একাধিক ভারী নাম।

English summary
TMC candidate list, Ratna gets ticket in Sovan Chatterjee's ward, sister of Subrata Mukherjee gets ticket
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X