For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোট যুদ্ধে নেমে উদয়ন গুহের সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ঘিরে জল্পনা! ভিআরএস নিতে আহ্বান

ভোট যুদ্ধে নেমে উদয়ন গুহের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে জল্পনা

  • |
Google Oneindia Bengali News

ফের ফেসবুক (face book) পোস্ট তৃণমূল (trinamool congress) নেতা উদয়ন গুহর (udayan guha)। তবে এবারের ভোট যুদ্ধে নামার পরে প্রথমবার। যেখানে তিনি বলেছেন, এবারের তিনি জীবনের শেষ ভোট যুদ্ধে নেমেছেন। তাই দিনহাটার জনগণের আশীর্বাজ ও শুভেচ্ছা প্রার্থনা করছেন। যা নিয়ে শুরু হয়েছে কটাক্ষ।

 ভোটের আগেও নানা গুজব

ভোটের আগেও নানা গুজব

গত কয়েক মাসে উদয়ন গুহকে নিয়ে নানা গুজব ছড়িয়েছে। জানুয়ারিতে তাঁর ফেসবুক পোস্ট নিয়ে জল্পনা তৈরি হয়। তিনি বলেছিলেন, সব সহ্যের সীমার বাইরে, ভাবার সময় হয়েছে। তিনি কি দল ছাড়ছেন, উত্তরে বলেন, তিনি দল ছাড়ছেন না। ফেসবুক পোস্ট সম্পর্কে তিনি বলেছিলেন, কারণ আছে তাই তিনি এমন লিখেছেন।
ডিসেম্বরে মিহির গোস্বামীর দলবদল প্রসঙ্গে তিনি বলেছিলেন, তৃণমূলের লোকেরাই দলের ক্ষতি করছেন। তাঁদের একাংশের ক্ষোভ থেকেই দলত্যাগের ঘটনা।

মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই তৃণমূলে

মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই তৃণমূলে

বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেছিলেন, প্রস্তাব তাঁর কাছেও এসেছিল। তবে তিনি তৃণমূলে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে। তৃণমূলের আদর্শ দেখে তিনি আসেননি। তিনি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিতে গেলে তিনিও যাবেন, না হলে নয়।

 দিনহাটায় কঠিন লড়াইয়ের মুখে

দিনহাটায় কঠিন লড়াইয়ের মুখে

দিনহাটায় এবার কঠিন লড়াইয়ের মুখে উদয়ন গুহ। তাঁর বিরুদ্ধে প্রার্থী কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক। তাঁর ফেসবুক পোস্ট নিয়ে কটাক্ষ করে অনেকেই বলছেন, হাল নিশ্চিত বুঝতে পেরে আবেগ দিয়ে ভোট টানার চেষ্টা করছেন। তাঁর পোস্টের সঙ্গেই একাধিক ব্যক্তি কটাক্ষ করেছেন। দেবাশিস গঙ্গোপাধ্যায় নামে এক ব্যক্তি বলেছেন এটা উদয়ন গুহের শেষ ভোট নয়, পলিটিক্যাল ক্যারিয়ারও শেষ। এবার তিনি এমনভাবে হারবেন যে ঘরের বাইরে বের হতে পারবেন না। ফরওয়ার্ড ব্লক থেকে বেরিয়ে ক্ষমতার সঙ্গে চলা অনেক হয়েছে, এবার তাঁকে ভিআরএস নেওয়া আহ্বান জানিয়েছেন ওই ব্যক্তি।

রাজনীতিতে উদয়ন গুহ

রাজনীতিতে উদয়ন গুহ

২০০৬ সালের বিধানসভা নির্বাচনে ফরওয়ার্ড ব্লক দিনহাটা থেকে প্রার্থী করে উদয়ন গুহকে। সেইবছরে তিনি তৃণমূলের কাছে হেরে গিয়েছিলেন। তবে ২০১১-তে ফের ওই কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করে ফরওয়ার্ড বল্ক। তবে তিনি জিতে যান। ২০১৫-তে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে আকৃষ্ট হয়ে তৃণমূলে যোগ দেন তিনি। এরপর ২০১৬-র নির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে ওই একই কেন্দ্র থেকে জয়ী হন তিনি।

এক পায়ে বাংলা জয়, দুই পায়ে দিল্লি! একুশে দাঁড়িয়ে চব্বিশের সুর বাঁধলেন মমতাএক পায়ে বাংলা জয়, দুই পায়ে দিল্লি! একুশে দাঁড়িয়ে চব্বিশের সুর বাঁধলেন মমতা

English summary
TMC candidate from Dinhata Udayan Guha makes a emotional FB post on his candidature.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X