For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চা বাগান এলাকায় প্রচারে গিয়ে কাজের খতিয়ান দিলেন প্রার্থী, সমস্যা মেটানোর আশ্বাস

লক্ষ্য ৪২-এ ৪২। কোনও প্রার্থীর তাই ঘুম নেই। দয়ের লক্ষ্যে এবার জোর প্রচার আলিপুরদুয়ার চা বাগান এলাকায়। শনিবার চা বাগান এলাকায় প্রচার সারলেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দশরথ তিরকে।

  • By Kamal Guha
  • |
Google Oneindia Bengali News

লক্ষ্য ৪২-এ ৪২। কোনও প্রার্থীর তাই ঘুম নেই। দয়ের লক্ষ্যে এবার জোর প্রচার আলিপুরদুয়ার চা বাগান এলাকায়। শনিবার চা বাগান এলাকায় প্রচার সারলেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দশরথ তিরকে। এই জেলার কালচিনি ব্লকের চুয়াপাড়া, রাধারানি, সেণ্ট্রাল ডুয়ার্স, পানা চা বাগান এলাকা ঘুরে প্রচার সারেন প্রার্থী।

চা বাগান এলাকায় প্রচারে গিয়ে কাজের খতিয়ান দিলেন প্রার্থী

তৃণমূল প্রার্থী দশরথ তিরকে এদিন চা বাগানে কর্মরত শ্রমিকদের সঙ্গে কথা বলেন। তাঁদের সুবিধা-অসুবিধার কথা শোনেন। চা বাগানের শ্রমিক মহল্লাতে ছোটো ছোটো পথসভা করেন তিনি। চা বাগানের শ্রমিকরা সাংসদকে কাছে পেয়ে নিজেদের বিভিন্ন সমস্যা , অভাব অভিযোগ তুলে ধরেন।

শ্রমিকরা বলেন, চা বাগানে পানীয় জলের সমস্যাা রয়েছে। শ্রমিকদের অনেক কষ্ট করে থাকতে হয়। কিন্তু একের পর এক ভোট চলে যায়। তাদের কোনও উন্নতি হয় না। বিদায়ী সাংসদ জানান, ১৮ কোটি টাকার একটি পানীয় জলের প্রকল্প সেণ্ট্রাল ডুয়ার্স চা বাগানে অনুমোদন হয়ে গিয়েছে। এরপর আর পানীয় জল সঙ্কট থাকবে না। পানীয় জলের সমস্যা মিটে যাবে।

এই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের অন্তর্গত সেন্ট্রাল ডুয়ার্স চা বাগান এলাকাটি দুর্গম এলাকা। এখান থেকে কিছুদুর এগোলেই ভুটান সীমান্ত। এখানে পানীয় জল ছাড়াও যোগাযোগ ব্যবস্থার উন্নতি প্রয়োজন। এলাকার মানুষজন এই সমস্যার কথাও তুলে ধরেন বিদায়ী সাংসদের কাছে।

English summary
TMC candidate Dasharath Tirkey does election campaign to travel tea garden. He gives assurance to solve the problem after wining in Lok Sabha Election 2019.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X