For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মতুয়ারা কার, মমতার না মুকুলের! ভোটের আগেই যুদ্ধ বিজেপি বনাম তৃণমূলের

লোকসভা ভোট এখনও বেশ দূরে। তার আগেই শুরু হয়ে গেল যুদ্ধ। যুদ্ধ এবার মতুয়া ভোট নিয়ে। মতুয়ারা কাদের দিকে ঢলে তা নিশ্চিত হতে চাইছে তৃণমূল।

Google Oneindia Bengali News

লোকসভা ভোট এখনও বেশ দূরে। তার আগেই শুরু হয়ে গেল যুদ্ধ। যুদ্ধ এবার মতুয়া ভোট নিয়ে। মতুয়ারা কাদের দিকে ঢলে তা নিশ্চিত হতে চাইছে তৃণমূল। নদিয়ায় মুকুলের সভায় উপস্থিতি দেখে মতুয়া মহাসম্মেলনের ডাক দিল তৃণমূল কংগ্রেস। পার্থ চট্টোপাধ্যায় জরুরি বৈঠকের পর ঘোষণা করলেন মতুয়া মহাসম্মেলনের।

৩ নভেম্বন মতুয়া মহাসম্মেলন

৩ নভেম্বন মতুয়া মহাসম্মেলন

রবিবার তৃণমূলের মহাসচিব তাঁর বাসভবনে জরুরি সভা ডেকেছিলেন। সেই সভায় নদিয়া জেলা তৃণমূল নেতৃত্ব, বিধায়ক-সাংসদ ও মতুয়া মহাসঙ্ঘের তিন নেতা উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতেই পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেন আগামী ৩ নভেম্বর মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত হবে নদিয়ায়।

বিজেপির সভাস্থলেই পাল্টা সম্মেলন

বিজেপির সভাস্থলেই পাল্টা সম্মেলন

তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত নিয়ে বিজেপি নদিয়ার মাজদিয়ায় সভা করেছে। সেই সভাস্থলেই তৃণমূল কংগ্রেস পাল্টা মহাসম্মেলন করবে। এই মহাসম্মেলন থেকে মতুয়ারা যে তাঁদের সঙ্গেই রয়েছেন সেই বার্তা দিতে চাইছে তৃণমূল। সেই কারণেই বিজেপির সভাস্থলে পাল্টা সম্মেলনের সিদ্ধান্ত তৃণমূলের।

মুকুলের সভায় মতুয়া ভিড়

মুকুলের সভায় মতুয়া ভিড়

শনিবার নদিয়ার মাজদিয়ায় মুকুল রায় একটি সভা করেন। সেই সভায় উপচে পড়ে মতুয়া সম্প্রদায়ের লোকজন। তাতেই সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে তৃণমূল। তাই তড়িঘড়ি মহাসম্মেলনের ডাক দিয়ে যুদ্ধে নামছে তৃণমূল। মতুয়া ভোট কোনও কারণে হাতছাড়া হোক, চাইছে না তাঁরা। তাই আগে থেকেই সাবধানী রাজ্যের শাসক দল।

বৈঠকে অনুপস্থিত মমতাবালা

বৈঠকে অনুপস্থিত মমতাবালা

মতুয়া মহাসম্মেলনের সিদ্ধান্ত নেওয়ার বৈঠকে সাংসদ মমতাবালা ঠাকুরের গরহাজিরায় প্রশ্ন উঠে পড়েছে। তাঁর অনুপস্থিতিতেই সিদ্ধান্ত নেওয়া হল মহা সম্মেলনের। এই সভায় উপস্থিত ছিলেন নদিয়া জেলা সভাপতি গৌরীশঙ্কর দত্ত, যুব তৃণমূলের জেলা সভাপতি সত্যজিৎ বিশ্বাস, সাসংদ তাপস মণ্ডল, মতুয়া মহাসঙ্ঘের তিন নেতা। শুধু ছিলেন না বনগাঁর সাংসদ তথা ঠাকুরবাড়ির বড় বৌমা মমতাবালা ঠাকুর।

পাল্টা সভা নয়, মতুয়া সম্মেলন

পাল্টা সভা নয়, মতুয়া সম্মেলন

তৃণমূলের দাবি, আমরা বিজেপি পাল্টা সভা করব না। আমরা মতুয়া মহাসম্মেলন করব। আমরা খবর পেয়েছি, মুকুল রায়ের সভায় ধাপ্পা দিয়ে মতুয়াদের নিয়ে যাওয়া হয়েছিল। বলা হয়েছিল এনআরসি নিয়ে আলোচনা হবে। তা না হওয়ায় মতুয়ার সভাস্থল ত্যাগ করে চলে যান বলে দাবি জেলা তৃণমূলের।

মতুয়া মহাসঙ্ঘে যাবেন মমতা

মতুয়া মহাসঙ্ঘে যাবেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেন তিনি বড়মার সঙ্গে দেখা করতে মতুয়া মহাসঙ্ঘে যাবেন নভেম্বরেই। তিনি বড়মাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে যাবেন। নিয়ে আসবেন আশীর্বাদ। তিনি বড়মাকে মায়ের মতোই শ্রদ্ধা করেন। আগেও বহুবার গিয়েছেন বড়মার আশীর্বাদ নিতে। মোট কথা বিজেপি মরিয়া চেষ্টা করলেও মতুয়াদের সমর্থন যাতে না পান, সমস্ত ব্যবস্থা আগাম করে রাখছে তৃণমূল।

English summary
Trinamool Congress calls big conference of Matua before Loksabha Election at Nadia. On 3rd novenber TMC calls this conference after Mukul Roy’s meeting with Matua,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X