For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শালবনিতে বুথের সামনে সুশান্ত ঘোষের ওপর তৃণমূলের হামলার অভিযোগ, রিপোর্ট তলব নির্বাচন কমিশনের

শালবনিতে (shalbani) আক্রান্ত সুশান্ত ঘোষ (sushanta ghosh)। বুথে গেলে তাঁর গাড়িতে ইট ছোড়া হয়। সংবাদ মাধ্যমের গাড়িতে ইট ছোড়া হয়। বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। সেখানে বুথে কোনও নিরাপত্তারক্ষী ছিল না বলে জা

  • |
Google Oneindia Bengali News

শালবনিতে (shalbani) আক্রান্ত সুশান্ত ঘোষ (sushanta ghosh)। বুথে গেলে তাঁর গাড়িতে ইট ছোড়া হয়। সংবাদ মাধ্যমের গাড়িতে ইট ছোড়া হয়। বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। সেখানে বুথে কোনও নিরাপত্তারক্ষী ছিল না বলে অভিযোগ উঠেছে। ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে।

 সুশান্ত ঘোষের ওপর আক্রমণ

সুশান্ত ঘোষের ওপর আক্রমণ

এদিন সকাল থেকে বুথে বুথে ঘুরছেন সুশান্ত ঘোষ। হঠাৎ তিনি খবর পান একটি বুথে কোনও নিরাপত্রীরক্ষী নেই। খবর পেয়ে তিনি এবং সংবাদ মাধ্যমের গাড়ি সেখানে পৌঁছে যায়। শুরু হয়ে যায় ইটবৃষ্টি। সুশান্ত ঘোষের পাশাপাশি, সংবাদ মাধ্যমের গাড়ির কাঁচ ভেঙে যায়। সুশান্ত ঘোষ গাড়ি থেকে নেমে বুথে সামনে এগোতে চেষ্টা করতেই তেড়ে আসে তৃণমূলে নেতা-কর্মীরা। সেই সময় সেখানে থাকা গুটি কয়েক পুলিশ কর্মী সুশান্ত ঘোষকে গাড়িতে তুলে দেন।

সুশান্ত ঘোষের প্রতিক্রিয়া

সুশান্ত ঘোষের প্রতিক্রিয়া

এই ঘটনাকে গণতন্ত্রের ওপরে হামলা বলে প্রতিক্রিয়া জানিয়েছেন শালবনির সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষ। বেশ কয়েকটি বুথ শাসকদল ছাড়া অন্য কোনও দলের এজেন্টদের বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তিনি। জঙ্গলরাজের নমুনা, কটাক্ষ করেছেন। যিনি গণতন্ত্রের কথা বলেন, তিনি নাটক করেন, বলেছেন সুশান্ত ঘোষ। এজিনিস পশ্চিমবঙ্গের মানুষ বরদাস্ত করবে না বলেও মন্তব্য করেছেন তিনি।
প্রসঙ্গত এদিন সকালে সুশান্ত ঘোষ বুথে বুথে এজেন্ট বসাতে বের হন। সেখানে তাঁর সঙ্গে তৃণমূলের বচসা বাধে। বুথের বাইরে অন্য কোথাওকার এজেন্টদের বসাতে বাধা দেয় তৃণমূল। যদিও সুশান্ত ঘোষ জানিয়েছেন, তিনি পুরো নিয়ম জানেন।

তৃণমূলের প্রতিক্রিয়া

তৃণমূলের প্রতিক্রিয়া

যদিও শালবনির তৃণমূল প্রার্থী শ্রীকান্ত মাহাতর দাবি, সকাল থেকে সেখানে শান্তিপূর্ণ ভোট হচ্ছে। কোথাও কোনও রকমের হামলার ঘটনা ঘটেনি। তবে মিথ্যা রটনার কথা তিনি বলেছেন। পাশাপাশি হার্মাদ আর জহ্লাদরা মিলে তৃণমূলের ওপরে হামলা করছে বলে তিনি পাল্টা অভিযোগ করেছেন।

রিপোর্ট চাইল নির্বাচন কমিশন

রিপোর্ট চাইল নির্বাচন কমিশন

এদিকে সংবাদ মাধ্যমে সুশান্ত ঘোষের ওপরে হামলার খবরের ছবি সম্প্রচার হতে নির্বাচন কমিশনের তরফে জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। সেখানে কী ঘটনা ঘটেছে এবং বুথে নিরাপত্তারক্ষী না থাকার যে অভিযোগ তোলা হয়েছে, তা নিয়েও রিপোর্ট তলব করা হয়েছে বলে সূত্রের খবর।

সকাল থেকেই পুরনো মেজাজে, এজেন্টদের বাধা নিয়ে তৃণমূলকে চ্যালেঞ্জ সুশান্ত ঘোষেরসকাল থেকেই পুরনো মেজাজে, এজেন্টদের বাধা নিয়ে তৃণমূলকে চ্যালেঞ্জ সুশান্ত ঘোষের

English summary
TMC cadres targets Shalbani CPIM candidate Sushanta Ghosh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X