রাতের অন্ধকারে তৃণমূল কর্মীকে তুলে নিয়ে খুনের চেষ্টার অভিযোগ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার মাঝরাতে বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার দশমতলা এলাকায় পাটলিখানপুরের সক্রিয় তৃণমূল কর্মী বছর ২৩ এর যুবক সামিউল গাজীকে পাওনা টাকা দেওয়ার নাম করে বিজেপি কর্মী আসাদুল্লাহ গাজী ডেকে নিয়ে যায় বলে অভিযোগ।

এর পর সেখান থেকে মোটর বাইকে পাশের গ্রাম দশমতলায় এলাকায় যায় তারা। রাতের অন্ধকারে সেখানে মুখে কালো কাপড় বেঁধে দুই দুষ্কৃতী অপেক্ষা করছিল। আসাদুল্লাহ গাজীর মোটর সাইকেল থেকে নামতেই সামিউলকে গলায় ও বুকে একাধিক বার ক্ষুর মেরে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ। তৃণমূল কর্মীর চিৎকার-চেঁচামেচিতে দুষ্কৃতীরা পালিয়ে যায়। আসাদুল্লাহ্ও মোটর বাইক নিয়ে চম্পট দেয়।
সামিউলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্ত তৃণমূল কর্মী সামিউল গাজীর অভিযোগ তাকে ভয় দেখিয়ে দলে নেওয়ার চেষ্টার প্রতিবাদ করলে তাকে চক্রান্ত করে খুনের চেষ্টা করা হয়েছে।
যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। বিজেপি জানিয়েছে, এই ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের। এখানে রাজনৈতিক কোনো যোগ নেই। আসাদুল্লাহ গাজী সহ মোট তিনজনের বিরুদ্ধে হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্ত তৃণমূল কর্মীর পরিবার।
বসিরহাটে বড়মাপের ফেন্সিডিল তৈরির কারখানার হদিশ