For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের হিড়িক, মহামারীর মধ্যে ভাঙন ধরিয়ে দিলেন বিধায়ক

তৃণমূলে যোগদানের হিড়িক, মহামারীর মধ্যে বিজেপিতে ভাঙন ধরিয়ে দিলেন বিধায়ক

Google Oneindia Bengali News

করোনা মহামারীর মধ্যেও দলবদল হয়ে গেল। বিজেপির বিরুদ্ধে একরাস অভিযোগ এনে দল ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ২৭ জন নেতা-কর্মী। মানুষের এই বিপদের দিনেও সক্রিয় রাজনীতি পিছু ছাড়ল না বাংলাকে। পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় দুই পঞ্চায়েত এলাকায় বিজেপিকে ভেঙে শক্তবৃদ্ধি করল তৃণমূল কংগ্রেস।

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান

গড়বেতায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন ২৭ জন নেতা-কর্মী। গড়বেতা বিধানসভা কেন্দ্রের হুমগড় এলাকায় এক তৃণমূল নেতার বাড়িতে এই দলবদল করানো হয়। তৃণমূলের বিধায়ক আশিস চক্রবর্তীর হাত ধরে তাঁরা তৃণমূলে যোগদান করেন। তাঁদের হাতে তুলে দেওয়া তৃণমূলের তেরঙ্গা ঝান্ডা।

বিধায়কের হাত ধরে তৃণমূলে

বিধায়কের হাত ধরে তৃণমূলে

২৭ জনকে তৃণমূলে যোগদান করিয়ে বিধায়ক আশিস চক্রবর্তী বলেন, তাঁর বিধানসভার অন্তর্গত পিয়াশাল গ্রাম পঞ্চায়েতের ২১ জন ও সারবোত অঞ্চলের ৬ জন বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করেছেন। এই অঞ্চলের আরও অনেক কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে আসার জন্য মুখিয়ে আছেন, শীঘ্রই তাঁরা যোগদান করবেন।

দল ছেড়েই বিজেপিকে নিশানা

দল ছেড়েই বিজেপিকে নিশানা

দলবদল করে তৃণমূলে যোগদানকারীরা বলেন, বিজেপিতে প্রবল গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। এই মহামারীর সময়েও তাঁরা মানুষের পাশে নেই। মানুষের পাশে থেকে রাজনীতি করতে চাই আমরা। তাই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলাম। মানুষের জন্য কাজ করার ইচ্ছা নিয়েই তৃণমূলে আসা। বিজেপিতে থেকে আমরা তা করতে পারছিলাম না।

বিজেপির দাবি দলবদল প্রসঙ্গে

বিজেপির দাবি দলবদল প্রসঙ্গে

বিজেপির দাবি, মুখ্যমন্ত্রী যখন নিজে বলছেন, এই সময়ে কেউ রাজনীতি করবেন না। তিনি রাজনীতি করতে চান না এই সময়ে, বিরোধীরাও যেন রাজনীতি না করেন। অথচ তাঁর দলই এই মহামারীর সময়ে বিরোধীদের ভাঙিয়ে নেওয়ার খেলায় মেতেছে। এই করোনা পরিস্থিতিতে মানুষের অসহায় অবস্থায় সুযোগ নিয়ে বিধায়ক রাজনীতি করছেন। মানুষকে ভুল বোঝাচ্ছেন।

তৃণমূল বিধায়কের জবাব

তৃণমূল বিধায়কের জবাব

এ প্রসঙ্গে তৃণমূল বিধায়ক বলেন, আমাদের দলে বিজেপি ছেড়ে কয়েকজন নেতা-কর্মী যোগ দিয়েছেন ঠিকই, কিন্তু এ জন্য আমরা কোনও মিছিল, সভা-সমাবেশ করিনি। কোনও জমায়েতও হয়নি। একজন নেতার বাড়িতে এক একজন করে নেতার হাতে তৃণমূলের পতাকা তুলে দেওয়া হয়েছে। তাঁরা তৃণমূলের সঙ্গে থেকে মানুষের জন্য কাজ করতে চেয়েছেন, এখানে রাজনীতি করার কোনও যোগ নেই।

ফের পরিযায়ী শ্রমিকদের জমায়েত দেশের এক রেড জোন-এ! উদ্বেগ, আশঙ্কা শুরু ফের পরিযায়ী শ্রমিকদের জমায়েত দেশের এক রেড জোন-এ! উদ্বেগ, আশঙ্কা শুরু

English summary
TMC broke BJP and increased power in corona lockdown in West Midnapur
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X