তৃণমূলের বুথ সভাপতিকে চ্যালা কাঠ দিয়ে রাস্তায় ফেলে মার, অভিযুক্ত বিজেপি
তৃণমূলের বুথ সভাপতিকে চ্যালা কাঠ দিয়ে বেধড়ক মারধর করা হল। পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় তৃণমূল বুথ সভাপতিকে মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগের তির বিজেপির দিকে আহত বুথ সভাপতির নাম মুজিবর। গুরুতর জখম অবস্থায় মুজিবর হাসপাতালে চিকিৎসাধীন।

মুজিবরকে প্রথমে গড়বেতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মুজিবর তৃণমূলের গড়বেতার বগুড়ী এলাকার বুথ সভাপতি। হুমগরে রেশন আনতে গিয়েছিলেন মুজিবর। তখনই হুমগড় মোড়ে তাকে ঘিরে ধরেন বিজেপি কর্মীরা।
তৃণমূল এই ঘটনার জন্য অভিযোগের তির ছুড়েছে বিজেপির দিকে। বিজেপির পাল্টা দাবি, এই ঘটনা তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। এই ঘটনায় বিজেপির কোনও কর্মী কোনওভাবে জড়িত নন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, কয়েকদিন আগে মুজিবর বাড়িতে হামলা হয়। সেই ঘটনায় বেশ কয়েকজন বিজেপির নেতা-কর্মীর নাম জড়িয়েছিল। তারপর ফের এই হামলার ঘটনা। এবার তাঁকে রাস্তায় ফেলে প্রহার করা হয়। এই ঘটনাতেও অভিযোগের তির বিজেপির দিকে।