For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের বুথ সভাপতির মৃত্যু ঘিরে উত্তেজনা গোঘাটে, বিজেপির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ

তৃণমূলের বুথ সভাপতির মৃত্যু ঘিরে উত্তেজনা গোঘাটে, বিজেপির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ

  • |
Google Oneindia Bengali News

তৃতীয় দফার ভোট শুরু আগে থেকেই রাজ্যে একের পর ঘটনা উত্তেজনার পারদ চড়িয়েছে। ভোটের আগের রাতে হুগলির গোঘাটে বিজেপি সমর্থকের স্ত্রীকে পিটিয়ে মারার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় রাজ্যে। এই ঘটনাকে কেন্দ্র করে কার্যত উত্তাল হয় রাজ্য-রাজনীতি। দিনের শেষে সেই গোঘাটেই এই তৃণমূল কর্মীর মৃত্যু ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা। ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে। যদিও এই ঘটনার সঙ্গে তাঁদের কোনও যোগ নেই বলেই খবর।

তৃণমূলের বুথ সভাপতির মৃত্যু ঘিরে উত্তেজনা

তৃণমূলের বুথ সভাপতির মৃত্যু ঘিরে উত্তেজনা

ভোট দিয়ে ফেরার সময় মৃত্যু হয় ওই তৃণমূল নেতার। এমনটাই অভিযোগ। নিহত ব্যক্তির নাম সুনীল রায় (৭২)। গোঘাটে তৃণমূলের বুথ সভাপতি ছিলেন তিনি। অভিযোগ, বিজেপি কর্মীরা তাঁকে ধাক্কা মেরে ফেলে দেয়। আর সেই ধাক্কার ফলেই মৃত্যু হয়েছে সুনীলের। যদিও ধাক্কা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে বিজেপির। তবে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। বিষয়টি খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ প্রশাসন। এমনকি, কমিশনও বিষয়টি বেশ গুরুত্ব দিয়ে দেখছে বলে জানা যাচ্ছে।

মৃত্যু ঘিরে রাজনৈতিক চাপানোতর।

মৃত্যু ঘিরে রাজনৈতিক চাপানোতর।

বিজেপির দাবি এই ঘটনার পিছনে তৃণমূলের ষড়যন্ত্র! বিজেপির কর্মীর স্ত্রীয়ের মৃত্যুর থেকে নজর ঘোরাতেই এহেন ঘটনাকে বিজেপিকে দিকে দেওয়া হচ্ছে বলে দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের। স্থানীয় বিজেপি নেতার দাবি, হারট অ্যাটার্ক করে মৃত্যু হয়েছে ওনার। এর সঙ্গে কোনও রাজনীতি নেই বলেই দাবি। অন্যদিকে, তৃণমূলের দাবি, সুনীল ভোট দিয়ে ফেরার সময় বিজেপি-র কর্মীরা তাঁকে ধাক্কা মেরে ফেলে দেন। এর ফলে পড়ে গিয়ে গুরুতর আঘাত পান ওই নেতা। এর জেরে মৃত্যু হয় তাঁর। ইতিমধ্যে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আরামবাগ মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ঙ্গলবার তৃতীয় দফার ভোটগ্রহণ চলাকালীন গোঘাটের এই ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

আগেও হুমকি দেওয়ার অভিযোগ

আগেও হুমকি দেওয়ার অভিযোগ

গোঘাটের হাটপুকুরে তৃণমূল কর্মী বুথ এজেন্ট বিকাশ রায় বলেন, ''বাবা দীর্ঘদিনের তৃণমূল কর্মী। আগে একাধিকবার ওঁকে মারধর করা হয়েছে। হুমকি দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে।'' ফলুইয়ের একটি বুথে এজেন্ট হিসাবে কাজ করছিলেন বিকাশ। বিকাশের অভিযোগ, বাবা ভোট দিয়ে ফেরার সময় তাঁকে ঠেলে ফেলে দেয় বিজেপি-র কর্মীরা। যদিও আগেই এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

ছেলেকে বাঁচাতে গিয়ে মৃত্যু!

ছেলেকে বাঁচাতে গিয়ে মৃত্যু!

জানা গিয়েছে। মঙ্গলবার সকালে ছেলেকে বাঁচাতে গিয়ে হুগলির গোঘাটে এক বিজেপি সমর্থকের স্ত্রীয়ের মৃত্যু হয়। গোঘাটের বদনগঞ্জের এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত মাধবী আদকের পরিবারের দাবি ঘটনার নেপথ্যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রয়েছে। গোঘাটের ঘটনায় অভিযোগ উঠেছে পশ্চিম মেদিনীপুর থেকে বহিরাগত দুষ্কৃতী এনে তৃণমূল এলাকায় অশান্তি ছড়াচ্ছে। ঘটনাস্থলে গিয়ে গোঘাটের বিজেপি প্রার্থী বিশ্বনাথ কারক দাবি করেন, ভোটের আগের রাত থেকে তৃণমূল প্রার্থীর নেতৃত্বে বিজেপি সমর্থকদের বাড়িতে হামলা চলে।

English summary
tmc booth president dies in goghat while returning after casting his vote
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X