For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তপ্ত ঘাটাল! তৃণমূল-বিজেপি সংঘর্ষে ভাঙাচুর এলাকা জুড়ে, আহত ৭

তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে‌ উত্তেজনা ছড়িয়েছে ‌ঘাটালের মারিচা এলাকায়। দুই দলের মধ্যে সংঘর্ষে‌ দু'পক্ষের মোট ৭ জন আহত হয়েছেন।

  • By Kaushik Dutta
  • |
Google Oneindia Bengali News

তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে‌ উত্তেজনা ছড়িয়েছে ‌ঘাটালের মারিচা এলাকায়। দুই দলের মধ্যে সংঘর্ষে‌ দু'পক্ষের মোট ৭ জন আহত হয়েছেন। তৃণমূল কংগ্রেসের দাবি বিজেপির হামলার ঘটনায় তাঁদের পাঁচ জন আহত হয়েছেন।

তৃণমূল-বিজেপি সংঘর্ষ ঘিরে উত্তপ্ত ঘাটালে ভাঙচুর! আহত ৭ জন

এদিকে,এলাকার তৃণমূল কংগ্রেস নেতা পরেশ বর দাবি করেন, যে তাঁদের দলীয় কার্যালয়ে একটি বৈঠক চলার সময় বিজেপির কর্মীরা হামলা চালিয়েছে। এতে পাঁচ জন আহত হয়েছেন। দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয় বলে ও তাঁর দাবি। অন্যদিকে, এলাকার বিজেপি নেতা বিশ্বজিৎ রানার দাবি তাঁদের একটি বৈঠক চলছিল সেই সময় তৃণমূল কংগ্রেস হামলা চালায়। এতে তাদের দু'জন আহত হয়েছে।

[আরও পড়ুন: জরুরী অবস্থা নিয়ে মুখ খুললেন মোদী! 'জনরোষ' নিয়ে এ উঠে এলো কোন বার্তা][আরও পড়ুন: জরুরী অবস্থা নিয়ে মুখ খুললেন মোদী! 'জনরোষ' নিয়ে এ উঠে এলো কোন বার্তা]

শুধু ঘাটাল নয়, শনিবার রাতে পুরুলিয়া জেলার বলরামপুর থানার ঘাটবেড়া গ্রামে তাঁদের পঞ্চায়েত সমিতির সদস্য মালতী রাজোয়াড়ের বাড়িতে তৃণমূল কংগ্রেসের লোক আক্রমণ করে ও বাড়ির খড়ের চালে আগুন ধরিয়ে দেয়। পরে মাওবাদী কায়দায় একটি হুমকি পোস্টার দিয়ে যায়। তবে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।

[আরও পড়ুন:সোশ্যাল মিডিয়াকে মানবতার স্বার্থে ব্যবহার করা উচিত: মমতা][আরও পড়ুন:সোশ্যাল মিডিয়াকে মানবতার স্বার্থে ব্যবহার করা উচিত: মমতা]

English summary
TMC BJP Clash in Ghatal of West Bengal, here is the details.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X