For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তপ্ত হচ্ছে দিনহাটা: প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থীকে হেনস্তা, বিধায়ককে গো ব্যাক স্লোগান তৃণমূলের

উত্তপ্ত হচ্ছে দিনহাটা: প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থীকে হেনস্তা, বিধায়ককে গো ব্যাক স্লোগান তৃণমূলের

  • |
Google Oneindia Bengali News

সামনেই উপ নির্বাচন। আগামী ৩০ অক্টোবর ভোট রয়েছে বাংলার চার কেন্দ্র। ভোট হবে দিনহাটা, শান্তিপুর, খড়দা এবং গোসাবাতে। একদিকে এই চার কেন্দ্রেই জিততে মরিয়া শাসক তৃণমূল অন্যদিকে দুই আসন ধরে রাখতে মাঠে নেমে পড়েছে বিজেপিও। পুজো শেষ হতেই আর তাই ময়দানে নেমে পড়েছে বিজেপি তৃণমূল দুই দলই। আর প্রচার শুরু হতেই বিভিন্ন জায়গাতে অশান্তির খবর আসতে শুরু করেছে। একাধিক জায়গাতে অশান্তির খবর সামনে আসছে। তেমনই আজ সোমবার প্রচারে বেরিয়ে বিক্ষোভের মধ্যে পড়লেন দিনহাটা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক মন্ডল।

বিজেপি প্রার্থীকে হেনস্তার অভিযোগ

বিজেপি প্রার্থীকে হেনস্তার অভিযোগ

এদিন সকালে দিনহাঁটা বিধানসভা কেন্দ্রে প্রচারে বের হন অশোক মন্ডল। অভিযোগ, বিভিন্ন জায়গাতে তাঁকে আটকানো হয়। এমনকি তাঁর পিছনে পিছণে শাসক তৃণমূলের পতাকা হাতে ঘুরতে দেখা যায় তৃণমূল নেতা-কর্মীদের। শুধু তাই নয়, বিভিন্ন জায়গাতে তাঁকে লক্ষ্য করে জয় বাংলা ও গোব্যাক স্লোগানও দেওয়া হয় বলে অভিযোগ। প্রার্থী অশোক মন্ডলের সঙ্গেই এদিন প্রচারে বের হন নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামী। তাঁকেও হেনস্তা করা হয় বলেও অভিযোগ। এমনকি তাঁকেও বিভিন্ন ভাবে হেনস্তা করা হয় বলে অভিযোগ। তাঁকে টার্গেট করেও তৃণমূল বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়েছে বলে অভিযোগ।

পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ

পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ

আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকাতে। বিজেপির দাবি, এই ঘটনাতে পুলিশের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। সমস্ত কিছু জেনে বুঝেও পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ আনা হয়েছে। এই বিষয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ তাঁরা হবেন বলে জানিয়েছেন নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামী।

মানুষের ক্ষোভের কারনে এই ঘটনা

মানুষের ক্ষোভের কারনে এই ঘটনা

যদিও তৃণমূলের তরফে এই সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাঁদের পাল্টা দাবি, সাধারণ মানুষের ক্ষোভের কারনে এই ঘটনা ঘটানো হয়েছে। এর সঙ্গে শাসকদলের কোনও যোগ নেই। এই প্রসঙ্গে তৃণমূল প্রার্থী উদয়ন গুহ জানিয়েছেন, এটা সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ।

খেলা ঘুরবে!

খেলা ঘুরবে!

উল্লেখ্য, সদ্য শেষ হওয়া ২০২১ নির্বাচনে দিনহাটায় জয় পায় বিজেপি। যদিও তৃণমূল প্রার্থী উদয়ন গুহকে মাত্র ৫৭ ভোটের ব্যবধানে পরাজিত করেন নিশীথ প্রমাণিক। কিন্তু নিশীথ প্রমাণিক সাংসদ পদ বহাল রাখতে বিধায়ক পদে ইস্তফা দেন। তাই দিনহাটা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। আসন্ন উপনির্বাচনে বিজেপি অশোক মন্ডলকে প্রার্থী করেছে। অন্যদিকে উদয়ন গুহের উপরেই ভরসা রেখেছে শাসকদল তৃণমূল। প্রার্থী হয়েই উদয়ণ জানিয়েছেন, গতবার কারচুপি করে জিতেছিল বিজেপি। তবে এবার তা হবে না বলেই দাবি তাঁর। মানুষ দুই হাত তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশ্রিবাদ করবে বলে দাবি উদয়ন গুহের। খেলা ঘুরবে বলেও দাবি তাঁর

চলে এসেছে বাহিনী

চলে এসেছে বাহিনী

অন্যদিকে যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ইতিমধ্যে রাজ্যে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। চার কেন্দ্রেই ইতিমধ্যে বাহিনী মোতায়েন করা হয়েছে। সেই মতো দিনহাঁটাতেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হিয়েছে। শুরু হয়েছে এড়িয়া ডোমিশনের কাজও।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
tmc -bjp clash at dinhata assembly
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X