তৃণমূল নেতার বাড়ির সামনে উঠল জয় শ্রীরাম স্লোগান, আমোদপুরে ধুন্ধুমার
এবার অনুব্রত মন্ডলের গড়ে জয় শ্রীরাম স্লোগান ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। বীরভূমের আমোদপুরে তৃণমূল নেতার বাড়ির সামনে জয় শ্রীরাম স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।

আমোদপুরের হাতোরা পঞ্চায়েত এলাকায় কাটমানি ইস্যুতে স্মারকলিপি জমা দেওয়ার তারিখ আনতে যাচ্ছিলেন বিেজপি কর্মীরা। থানায় যাওয়ার পথে তৃণমূল নেতা গণেশ মণ্ডলের বািড়র সামনে জয় শ্রীরাম স্লোগান দেন তাঁরা। যার জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের কর্মী সমর্থকরা। বিজেপির অভিযোগ তৃণমূলকর্মীরা বাঁশ, লাঠি নিয়ে তাঁদের উপর চড়াও হয়।
খবর পেয়ে ঘটনস্থলে আসে পুলিস। কিন্তু পুলিসের সামনেই তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়েন তাঁরা। জয় শ্রীরাম স্লোগান নিয়ে একের পর এক ঘটনা ঘটেই চলেছে রাজ্যে। দিল্লি পর্যন্ত পৌঁছে গিয়েছে সেই তরজা। সংসদে বিজেপি সাংসদদের শপথ গ্রহণের সময় উঠেছে জয় শ্রীরাম স্লোগান।