For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এ এক অন্য চিত্র! বুথে বুথে ঘুরে শান্তিপূর্ণ ভোটের বার্তা তৃণমূল-বিজেপি-সিপিএমের প্রার্থীদের

এ এক অন্য চিত্র! বুথে বুথে ঘুরে শান্তিপূর্ণ ভোটের বার্তা তৃণমূল-বিজেপি-সিপিএমের প্রার্থীদের

  • |
Google Oneindia Bengali News

সত্যিই অন্য এক চিত্র! পুরভোটে সারা রাজ্যে যখন বিক্ষিপ্ত অশান্তির ছবি, তখন হাওড়ার উলুবেড়িয়া ও পূর্ব মেদিনীপুরে তমলুক পুরসভায় দেখা গেল এক অন্য ছবি। উলুবেড়িয়া পুরসভার বাউড়িয়া এবং তমলুক পুরসভায় ১৩ নম্বর ওয়ার্ডের বুথে বুথে বিপরীত ছবি প্রকট হল। শাসক-বিরোধী সব প্রার্থীরাই হাতে হাত মিলিয়ে বুথে বুথে শান্তিপূর্ণ ভোটের আহ্বান জানাচ্ছেন।

 এ এক অন্য চিত্র! বুথে বুথে ঘুরে শান্তিপূর্ণ ভোটের বার্তা তৃণমূল-বিজেপি-সিপিএমের প্রার্থীদের

এখানে নির্বাচন মানে অশান্তি, মারপিট, বুথদখল, ছাপ্পা নয়। সমস্ত দলের প্রার্থীরা একসঙ্গে ঘুরে ঘুরে ভোটারদের শান্তিপূর্ণ ভোটের বার্তা দিচ্ছেন। এক অন্য ছবি ধরা পড়ল এবার। তৃণমূল, বিজেপি ও সিপিএম প্রার্থীরা একসঙ্গে গল্পগুজবে মত্ত হচ্ছেন। একসঙ্গে ভোটারদের আহ্বান জানাচ্ছেন। এই সৌজন্যের ছবি দেখে আশ্বস্ত ভোটাররাও।

রাজ্যের পুরভোটে যখন বিভিন্ন জায়গায় বুথ দখল, ছাপ্পা ভোট, বহিরাগতদের তান্ডব, বিরোধী দলের প্রার্থীকে মারধরের অভিযোগ উঠছে তখন ঠিক বিপরীত চিত্র দেখা গিয়েছে হাওড়ার বাউরিয়ায়। উলুবেড়িয়া পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে বাউড়িয়া এলাকার বুথে দেখা গেল শাসক দল এবং বিরোধী দলের প্রার্থীরা সবাই মিলেমিশে বুথের ভেতরে বসে ভোটাদের ভোটদানের উৎসাহ দিচ্ছেন।

দফায় দফায় উত্তেজনা, অর্জুনকে ঘিরে ধরে বিক্ষোভ! ভোটই দিতে পারলেন না বিজেপি সাংসদ দফায় দফায় উত্তেজনা, অর্জুনকে ঘিরে ধরে বিক্ষোভ! ভোটই দিতে পারলেন না বিজেপি সাংসদ

হাওড়ায় এই বিপরীতধর্মী ছবির সমর্থনে প্রার্থীদের বক্তব্য, কে কোন মতাদর্শের বা কে কোন দলের প্রার্থী সেটা তাঁর একান্তই ব্যক্তিগত ব্যাপার। কিন্তু প্রথমে আমরা সবাই বন্ধু। তাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই। ভোটে কার জিত, কার হার হল, সেটা বড় কথা নয়। ভোটের পরেও আমাদের সম্পর্ক যেন একইরকম থাকে, সেটাই আমরা চাই।

সমস্ত দলের প্রার্থী এক হয়ে বলেন, বুথের ভিতরে আমরা একসঙ্গে রয়েছি এবং ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে তা আমরা দেখছি। কারও যাতে ভোট দিতে অসুবিধে না হয় আমরা তিন প্রার্থী একসঙ্গে তা দেখাশোনা করছি। ভোটের দিন সকাল থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বপ্না সেন, সিপিআইএমের প্রার্থী সাথী জানা, বিজেপি প্রার্থী অপর্ণা সাঁতরা একইসঙ্গে ভোটারদের ভোটদানে উৎসাহিত করছেন।

আবার একই সঙ্গে বসে বুথের সামনে চা পান থেকে শুরু করে গল্পগুজবের আড্ডায় ভোট হচ্ছে পূর্ব মেদিনীপুরের তমলুকে। ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী স্নিগ্ধা মিশ্র, বিজেপির প্রার্থী জয়া দাসনায়েক এবং সিপিএম প্রার্থী অমলেন্দু মহাপাত্র একযোগে বার্তা দিচ্ছেন শান্তিপূর্ণ ভোটের। এ প্রসঙ্গে তৃণমূল প্রার্থী স্নিগ্ধা মিশ্র বলেন, "বিভিন্ন সময়ে আমরা অশান্তির ছবি দেখতে পাই নির্বাচনে, তবে গণতন্ত্রে মানুষই শেষ কথা, তাই সেই গণতন্ত্রকে রক্ষার তাগিদে আমরা আমাদের নিজেদের মধ্যে সামঞ্জস্য বজায় রেখেছি।

মানুষ তাঁর ভোটদানের মধ্য দিয়ে তাঁর পছন্দের প্রার্থীকে জেতাবেন। তাই আমরা হানাহানি ছেড়ে একই ফ্রেমে তিন প্রার্থী উপস্থিত হয়েছি। সিপিএম প্রার্থী জানান, "ভোট মানে হচ্ছে প্রতিবাদ, মানুষ প্রতিবাদের মধ্য দিয়ে তাঁর পছন্দের প্রার্থীকে বিজয়ী করবেন। বিজেপি প্রার্থী জানান, মানুষই শেষ কথা।সব মিলিয়ে পুরভোটের মাঝে সৌজন্যের ছবিতে খুশি তাম্রলিপ্ত পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ভোটাররা।

প্রার্থীদের মধ্যে এই একতার চিত্র দেখে ভোটাররাও খুশি মনে ভোট দিতে এগিয়ে আসছেন। ভোট হচ্ছে অবাধ ও নির্বিঘ্নে। সকলেই খুশি বাংলার বিক্ষিপ্ত এই চিত্র দেখে। এই চিত্র যদি রাজ্যের সমস্ত জায়গায় থাকত, তাহলে কী ভালোই না হত! অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হতে পারত উৎসবের মেজাজে। সেটাই কাম্য গণতন্ত্রে।

English summary
TMC, BJP and CPM candidates give message of peaceful vote in UIuberia and Tamluk municipality
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X