dilip ghosh bjp controversy west bengal independence day trinamool congress বিজেপি বিতর্ক পশ্চিমবঙ্গ স্বাধীনতা দিবস তৃণমূল কংগ্রেস politics
জাতীয় পতাকাকে না করলে মানুষকে কীভাবে সম্মান! তৃণমূলের আক্রমণের মুখে দিলীপ ঘোষ
জুতো পরে 'স্বাধীন ভারত অমর রহে' স্লোগান দিয়ে জাতীয় পতাকা উত্তোলিত করে ইতিমধ্যেই বিতর্কে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই ঘটনা নিয়ে তৃণমূলের কড়া আক্রমণের মুখে দিলীপ ঘোষ। যারা জাতীয় পতাকাকে সম্মান জানাতে জানে না, তাঁরা কীভাবে মানুষকে সম্মান জানাবে প্রশ্ন তুলেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

স্বাধীনতা দিবসে বিতর্কে দিলীপ ঘোষ
ফের একবার বিতর্কে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ৭৪ তম স্বাধীনতা দিবসের দিন এক অনুষ্ঠানে গিয়ে তিনি স্লোগান দেন, স্বাধীন ভারত অমর রহে। নেতার দেওয়া স্লোগানে গলা মেলান তাঁর পাশে থাকা অন্যরাও। শনিবার ডুয়ার্সের লাটাগুড়িতে এই ঘটনা ঘটে।
তিনি জুতো পরেই জাতীয় পতাকা উত্তোলন করেন। এই ঘটনাও চোখ এড়ায়নি অনেকের। ফলে তীব্র কটাক্ষের মধ্যে পড়তে হয়েছে তাঁকে।

জাতীয় পতাকাতে অসম্মান, অভিযোগ তৃণমূলের
স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, এই ঘটনায় জাতীয় পতাকাকে অসম্মান করেছেন দিলীপ ঘোষ। স্থানীয় তৃণমূল নেতৃত্বের মন্তব্য, জাতীয় পতাকা সকলের ঊর্ধ্বে। শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন না করে তিনি অসম্মান করেছেন। ওঁর মতো নেতার পক্ষে এটা করা উচিত হয়নি বলেও মন্তব্য করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

মানুষকে সম্মান করবেন কীভাবে
যারা জাতীয় পতাকাকে সম্মান জানাতে জানে না, তাঁরা কীভাবে মানুষকে সম্মান জানাবে প্রশ্ন তুলেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

প্রতিক্রিয়া মেলেনি দিলীপ ঘোষ
যদিও এব্যাপারে এখনও দিলীপ ঘোষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দিলীপ ঘোষ আমল দেননি আগের সমালোচনার
এর আগেও কখনও প্রধানমন্ত্রী অমর রহে, আবার কখনও গরুর দুধে সোনা আছে মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ। বিরোধীরা বিষয়গুলি নিয়ে সমালোচনা করলেও, তিনি সেসবে কান দেননি।
সোশ্যাল মিডিয়ায় শুভেন্দুকে নিয়ে ছবি ভাইরালের ষড়যন্ত্র ফাঁস! ধাক্কা খেল বিজেপি
