For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তিন পুর নিগমের মেয়র-চেয়ারম্যানদের নাম ঘোষণা, কে পেলেন কোন পদ

তিন পুর নিগমের মেয়র-চেয়ারম্যানদের নাম ঘোষণা, কে পেলেন কোন পদ

Google Oneindia Bengali News

বিধাননগর পুরনিগমের মেয়র হবেন কৃষ্ণা চক্রবর্তী, সব্যসাচী দত্তকে চেয়ারম্যান করা হয়েছে বিধাননগর পুরনিগমের। ডেপুটি মেয়র হচ্ছেন অনিতা মণ্ডল। আসানসোল পুরনিগমের মেয়র হচ্ছেন বিধান উপাধ্যায়। ডেপুটি মেয়র হচ্ছেন দুজন। ওয়াশিমুল হক, অভিজিৎ ঘটককে ডেপুটি মেয়রকে করা হচ্ছে। চেয়ারম্যান হচ্ছেন অমরনাথ চট্টোপাধ্যায়। চন্দননগরের মেয়র হচ্ছেন রাম চক্রবর্তী।

তিন পুর নিগমের মেয়র-চেয়ারম্যানদের নাম ঘোষণা, কে পেলেন কোন পদ

১৪ ফেব্রুয়ারি বাংলার চার পুরনিগমের ফলাফল বের হয়। চার পুরনিগমেই বিপুল জয় পেয়েছে তৃণমূল। এরপর তৃণমূল কংগ্রেসের তরফে কাকে মেয়র করা হয়, সেদিকে নজর ছিল সবার। এদিন জাতীয় কর্মসমিতির বৈঠকে স্থির হয় তিন পুর নিদগমের মেয়র, চেয়ারম্যান ও ডেপুটি মেয়রদের নাম। বিধাননগর পুরসভায় সব্যসাচী দত্ত নাকি কৃষ্ণা চক্রবর্তী কে হন মেয়র, তা নিয়ে উত্তেজনা ছিল চরমে।

তিন পুর নিগমের মেয়র-চেয়ারম্যানদের নাম ঘোষণা, কে পেলেন কোন পদ

শেষপর্যন্ত সব্যসাচী দত্তকে চেয়ারম্যান করে কৃষ্ণ চক্রবর্তীকে মেয়র করা হয়। সব্যসাচী দত্ত গত পুরবোর্ডের মেয়র ছিলেন প্রথমে। তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে চয়ে যাওয়ার পর বিধাননগরের মেয়র করা হয়েছিল কৃষ্ণ চক্রবর্তীকে। এবারও সেই কৃষ্ণা চক্রবর্তীর উপর আস্থা রাখল তৃণমূল। কৃষ্ণাকে মেয়র করে চেয়ারম্যান পোস্ট দেওযা হল তৃণমূলে ফিরে আসা সব্যসাচী দত্তকে। আর ডেপুটি মেয়র করা হল অনিতা মণ্ডলকে।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে অভিষেকই! যশবন্ত-কে গুরু দায়িত্ব মমতা'রতৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে অভিষেকই! যশবন্ত-কে গুরু দায়িত্ব মমতা'র

তিন পুর নিগমের মেয়র-চেয়ারম্যানদের নাম ঘোষণা, কে পেলেন কোন পদ

আসানসোলের মেয়র হচ্ছেন বিধান উপাধ্যায়। এই পুরসভায় আবার দুজনকে ডেপুটি মেয়র করা হয়েছে। দুই ডেপুটি মেয়র করার জন্য আবার সংশোধনী আনতে হবে। সেইমতো পুর আইন সংশোধন করে দুজনকে ডেপুটি মেয়র পদে বসানো হবে। একজন হবেন ওয়াশিমুল হক, অন্যজন অভিজিৎ ঘটক। চেয়ারম্যান করা হচ্ছে অমরনাথ চট্টোপাধ্যায়কে।

আর চন্দননগর পুরসভায় শুধু মেয়র পদ স্থির হয়েছে। ওই পদে বসছেন রাম চক্রবর্তী। এখনও চেয়ারম্যান পদে কে বসবেন বা ডেপুটি মেয়র কে হবেন, তা জানানো হয়নি। পরবর্তী সময়ে ঠিক হবে চন্দননগর পুরনিগমের চেয়ারম্যান ও ডেপুটি মেয়রের নাম। এদিন শিলিগুড়ি পুরনিগমের চেয়ারম্যান ও ডেপুটি মেয়রের নামও জানানো হয়নি। এই দুটি পদে কে বসবেন, তাও পরে ঠিক হবে।

English summary
TMC announces Mayor and chairman’s name of three Municipal Corporation of West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X